কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার নবাগত ইউএনও সামিউল ইসলামের সাথে ব্রাহ্মণপাড়ার কর্মরত সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকালে ব্রাহ্মণপাড়া ইউএনও এর কার্যালয়ে এ মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ব্রাহ্মণপাড়া উপজেলার সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং উপজেলার বিভিন্ন রাস্তাঘাটসহ উপজেলাবাসীর বিভিন্ন দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন এবং এ সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতার কামনা করেন। এসময় তিনি আরো বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বাসিকে ভালো রাখতে আমি সার্বক্ষণিক চেষ্টা করে যাব।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইনকিলাব ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি এডভোকেট আবদুল আলিম খান, সহ-সভাপতি যথাক্রমে দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি প্রভাষক রেজাউল করিম, দৈনিক যুগান্তর পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, দৈনিক আমার বার্তার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক বাংলার আলোড়নের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ ইউনুস মিয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কুমিল্লার কাগজের নিজস্ব প্রতিবেদক এবং ডেইলি নিউ ন্যাশনের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ইসমাইল নয়ন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক খবর পত্র এবং দৈনিক শিরোনামের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ অপু খান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের আওয়াজ এর জেলা প্রতিনিধ শরিফ খান আকাশ, উপজেলা প্রেস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক এবং অনলাইন পোর্টাল প্রতি সময়ের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধ আতিকুল ইসলাম রাজু, মহিলা বিষয়ক সম্পাদিকা ও দৈনিক সমাচারের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি শিরিন আক্তার প্রমুখ। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলার সাংবাদিকগণ ব্রাহ্মণপাড়া উপজেলা বাসির সার্বিক মঙ্গল কামনায় নবগত ইউএনও সামিউল ইসলামকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।