ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন ধর্মপাশা উপজেলার সরিষাকান্দা ইসলামপুর ও প্রতাবপুরের তাওহীদ জনতা। সোমবার (৭ এপ্রিল ) বিকেল ৪টায় মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরিষাকান্দা ইসলামপুর বাজারের সামনে এসে শেষ হয়। এ সময় প্রতিবাদ মিছিলে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন তাওহীদ জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় মিছিলে অংশ নেওয়া তিন মসজিদের ইমামরা ইসরায়েলের ধ্বংস কামনা করে বলেন, আমরা গত এক বছর যাবত ইসরায়েলের পণ্য বয়কট করে আসছি কিন্তু বোম্বিং বন্ধ হয়নি। তাই শুধু বয়কটে সীমাবদ্ধ থাকলে হবে না। মিসর, পাকিস্তান, তুরস্ক, ইরানের মতো শক্তিশালী মুসলিম দেশগুলোর কাছে অনুরোধ করেন এই প্রতিবাদে অংশ নেওয়ার। এ ছাড়া ফিলিস্তিনের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে জানান তারা । মিছিল শেষে গাজাবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান,হাফেজ নূর মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য সহকারী মো: সাইদুর রহমান,ব্যবসায়ী আবুল কালাম,ব্যবসায়ী আশরাফ উদ্দিন,ব্যবসায়ী মাহতাব উদ্দিন,ব্যবসায়ী হবিকুল ইসলাম, পল্লী চিকিৎসক ফখরুল ইসলাম, সাখাওয়াত হোসেন খোকাসহ তাওহীদ জনতা ।