টানা দুইদিনের বৃষ্টিতে চাঁদপুরে বেড়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। কখনও মাঝারি কখনও ভারী বৃষ্টি হচ্ছে। আবার কখনও থেমে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। বিশেষ করে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে জেলা আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে গত ৪৮ ঘণ্টায় বুধবার সকাল ৬ টা পর্যন্ত ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত তা বেড়ে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
চাকরিজীবী নেছার আহমেদ বলেন, টানা দুইদিনের বৃষ্টিতে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে গেছে। কখনও থেমে থেকে বৃষ্টি আবার কখনও ভারী বৃষ্টি হওয়ায় বিপাকে পড়তে হয়।
একই পরিস্থিতিতে পড়ে সালমা আক্তার নামের একজন বলেন, বৃষ্টির কারণে রান্নাবান্না করতে পারছি না। এবং ছেলেকে স্কুলে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয়।
এদিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরদিগঞ্জ উপজেলায় গেল বছরের মতো জলাবদ্ধতায় শিকার স্থানীয় বাসিন্দারা। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় শহরের আবাসিক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
এতে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে। অপরদিকে যাত্রী সংকটে লঞ্চ চলাচলে সিডিউল বিপর্যয় হয়েছে। যাত্রী পেলে ২/৩ ঘণ্টার পর ছাড়ছে লঞ্চ।
আমার বার্তা/জেএইচ