ই-পেপার বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বেলারুশকে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:
০৯ জুলাই ২০২৫, ১৮:৩৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ঢাকায় বেলারুশের পূর্ণাঙ্গ দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছেন।

বুধবার (০৯ জুলাই) বিকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো (নয়াদিল্লি-ভিত্তিক) সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ অনুরোধ জানান।

সাক্ষাতে উপদেষ্টা বলেন, ১৯৯২ সালে বাংলাদেশ-বেলারুশ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা দিন দিন বাড়ছে। বিশেষ করে বাংলাদেশ বেলারুশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ সার আমদানি করে থাকে। এই প্রেক্ষাপটে, ঢাকায় একটি পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপন জরুরি হয়ে পড়েছে। বর্তমানে নয়াদিল্লি-ভিত্তিক দূতাবাসের কারণে ভিসা ও কনস্যুলার সেবা পেতে বাংলাদেশি নাগরিকদের ভোগান্তি ও অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দূতাবাস স্থাপনের সম্ভাবনার বিষয়ে রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, ‘বিষয়টি অসম্ভব নয়। তবে এজন্য দুই দেশের সরকারের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। পাশাপাশি, রাষ্ট্রদূত ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর বাংলাদেশ থেকে বেলারুশে সার আমদানির অর্থ পরিশোধে জটিলতার কথা তুলে ধরেন।’

উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সব দেশের বকেয়া অর্থ পরিশোধ করেছে এবং বেলারুশের বিষয়েও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত সমাধান করা হবে।’ এসময় তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানকে বেলারুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

বৈঠকে বেলারুশের এক নাগরিকের মুক্তির বিষয়েও আলোচনা হয়। উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট ব্যক্তি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং মামলা উচ্চ আদালতে বিচারাধীন। সেইসঙ্গে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আদান-প্রদান বিষয়ে কোনো চুক্তি না থাকায় মুক্তি দেওয়া সম্ভব নয়। তবে বাংলাদেশ মানবিক দিক বিবেচনায় যতটা সম্ভব সহযোগিতা করবে।

বৈঠকে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, দূতাবাস স্থাপন, বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঢাকায় বেলারুশের জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

আমার বার্তা/এমই

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য আগামী ডিসেম্বরের

১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা বিটিআরসির

জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট

কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল

জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন—এমন নির্দেশনার একটি

বাংলাদেশ সার্কের চেতনাকে জীবিত রাখতে চায়: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা–সার্কের মূল চেতনা ও উদ্দীপনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর বলে মন্তব্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি আগামীকালের পরীক্ষা স্থগিত

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা বিটিআরসির

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানব না: রিজভী

মুক্ত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ-থাইল্যান্ডের ব্যবসায়ীরা

কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল

জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিচার আইসিসিতে চাইলো অ্যামনেস্টি

ডেঙ্গুজ্বরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন

নারায়ণগঞ্জে সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

বাংলাদেশ সার্কের চেতনাকে জীবিত রাখতে চায়: প্রধান উপদেষ্টা

একজন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত

বেলারুশকে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

যত দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে উঠানো যাবে ততই মঙ্গল: ফখরুল

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী-সিলোনিয়া নদীর পানি

চট্টগ্রামে ফের উন্মুক্ত নালায় ডুবে প্রাণ গেল শিশুর

ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই আসিয়ানকে ঐক্যের আহ্বান আনোয়ারের

অতিরিক্ত ডিআইজি-পুলিশ সুপারসহ ১৬ কর্মকর্তাকে বদলি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

ইনস্টাগ্রাম রিলে ভিউ বাড়াতে টেক্সট-স্টিকার লাগাবেন যেভাবে

বাংলাদেশ-চীন-পাকিস্তানের স্বার্থের সম্ভাব্য মিলে হুমকি দেখছে ভারত