নৃশংস হত্যাকাণ্ডের শিকার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না'র হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আটক মসজিদের ইমাম হামিদুল ইসলামকে ৩ দিন এবং মোয়াজ্জেম সাইদুল ইসলামকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সামিউল আলম এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় বাদীপক্ষের আইনজীবী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
এর আগে, গত (৬ জুলাই) নিখোঁজের এক দিন পর বাড়ির পাশের মসজিদের দোতলা থেকে উদ্ধার করা হয় শিশু মাইমুনা আক্তার ময়নার বিবস্ত্র মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “শিশু ময়না হত্যাকাণ্ডে তার পরিবার যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে আমরা কাজ করছি। আজকের শুনানিকালে আমি সহ বিজ্ঞ ও জুনিয়র আইনজীবীরা বাদীপক্ষে কথা বলেছি এবং বিজ্ঞ আদালত জিজ্ঞাসাবাদের জন্য আটক মসজিদের ইমাম হামিদুল ইসলামকে ৩ দিন এবং মোয়াজ্জেম সাইদুল ইসলামকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করছি, অতিদ্রুত ময়না হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ময়না হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে। অতিদ্রুত রহস্য উদঘাটন করা হবে।