যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় দুই পুরুষ ও তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কায়বা সীমান্তের ১৭/৭ এস ২২ আর পিলারের কাছে তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন—সাতক্ষীরার মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাটের আকাশ হোসেন (২৩), মুন্সীগঞ্জের সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকার রোজিনা খানম (২৮) ও যশোরের সুফিয়া বেগম (৪৬)।
খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর এলাকায় টহল দল ওঁত পেতে থাকে। পরে ভারত প্রবেশের সময় তাঁদের আটক করা হয়।
আমার বার্তা/জেএইচ