
কুমিল্লায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস—এসডিআই’র উদ্যোগে উদযাপিত হলো “গ্রাহক সেবা পক্ষ”।
সোমবার সকালে কোটবাড়ি বুরো প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত হয় এই রঙিন আয়োজন।
অনুষ্ঠানের শুরুতে কোমলমতি শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এছাড়াও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং আলেখারচর বিশ্বরোড এতিমখানায় ১৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, এবং যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিআই’র সিনিয়র পরিচালক সোহেলিয়া নাজনীন হক, নোয়াখালী জোনাল ম্যানেজার সৈয়দ মোঃ হারুন অর রশিদ ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“তারুণ্যই একটি জাতির প্রাণশক্তি। তরুণদের দক্ষ ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে এসডিআই’র এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বক্তারা এসডিআই’র গ্রাহক সেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং তরুণদের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান।
শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের হাতে স্মারক ও পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

