
কনকনে শীতে কাঁপতে শুরু করেছে হিমপ্রবণ জেলা পঞ্চগড়ের মানুষ। বাড়ছে শীতের মাত্রা, কমছে তাপমাত্রা। সোমবার (২৪ নভেম্বর) বছরের জেলাটিতে তাপমাত্রা নেমেছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
সোমবার সকাল ৯টায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। রোববারও ১২ ডিগ্রির ঘরে ছিল এই জেলার তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলে শীত দ্রুত প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয়। আগামী দু-এক দিন তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে দিনের বেলায় সূর্যের আলো স্বাভাবিক থাকবে।
তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে।
আমার বার্তা/এল/এমই

