
মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লা নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত শারফিন মোল্লা উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে শারফিন মোল্লা বাড়ির পশ্চিম পাশের চর উলাইল সরকারি প্রাইমারি বিদ্যালয় সংলগ্ন একটি চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশী ও পরিবারের লোকজন এসে রাস্তার পাশ থেকে শারফিন মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শারফিন মোল্লার পরিবারে চলছে শোকের মাতম।
এদিকে রোববার (২৩ নভেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। বিকালে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, হত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিও সেখানে যাচ্ছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমার বার্তা/এল/এমই

