
আগামী ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ ৩ আসনে জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা মাঠ। মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া ৩ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী কামরুজ্জামান রতন, স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক,মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন , ১০ দলীয় জোট থেকে মনোনীত নুর হোসেন নূরানী প্রতীক রিক্সা মার্কা সহ বিভিন্ন দলের ৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
সাম্প্রতিক সময়ে মাঠ পর্যালোচনায় দেখা যায় মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া ৩ আসনের নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীকে ভোটারদের সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রচার-প্রচারণায় থেমে নেই ৮-প্রতিদ্বন্দীর মধ্যে বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক প্রচারনা ,১০ দলীয় জোট মনোনীত রিক্সা প্রতীক প্রার্থী নূর হোসেন নূরানী প্রচার-প্রচারণাও পিছিয়ে নেই। নির্বাচনী গণ সংযোগ ও প্রচার-প্রচারণায় নির্বাচনে অংশ নেয়া অন্যান্য দলের প্রার্থীদের নেই, তেমন প্রচার-প্রচারণা ।
জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে প্রতীক বরাদ্দ দেয়ার একদিন পর স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক মহিউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়। পর্যায়ক্রমে দলীয় সিদ্ধান্তে বহিষ্কার হয় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ,গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির। বহিষ্কার আতঙ্কে জেলা উপজেলা বিএনপি ও সহযোগী অগ্রসংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে । অপরদিকে বিএনপি'র দলীয় মনোনীত ধানের শেষ প্রতীক প্রার্থী কামরুজ্জামান রতনের গণসংযোগ ও নির্বাচনী প্রচার-প্রচারণায় ভোটারদের সমর্থন বেড়ে চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ ভোটার ও বিএনপি কর্মীদের ধারণা বহিষ্কার আদেশ মেয়াদ শেষ হওয়ার পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সংখ্যা ও নির্বাচনী প্রচার-প্রচারণায় ভোটারদের সমর্থন বহু গুণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে ঘুরতে পারে ভোটারদের সমর্থন পাল্লা। অপরদিকে জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী থাকায় ,হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১০ দলীয় জোট থেকে মনোনীত নূর হোসেন নূরানী রিক্সামার্কা প্রতীক জিতে যাওয়ার সম্ভাবনা ভোটারদের মধ্যে প্রত্যাশা বিরাজ করছে।

