ই-পেপার বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩

ভেজাল-নিম্নমানের কসমেটিকস পেলেই প্রতিষ্ঠান সিলগালা ও মামলা

আমার বার্তা অনলাইন:
২৮ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
জাতীয় ভোক্তা অধিকার ডিজি

বাজারে ভেজাল ও নিম্নমানের কসমেটিকস পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলগালা ও নিয়মিত মামলা করার ঘোষণা দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) মহাপরিচালক ফারুক আহম্মেদ।

বুধবার (২৮ জানুয়ারি) কারওয়ান বাজারে অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) আয়োজিত এক যৌথ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

ফারুক আহম্মেদ বলেন, ভেজাল প্রসাধনী জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

সেমিনারে মহাপরিচালক বলেন, ভেজাল প্রসাধনীর ব্যবহারে ত্বকের রোগ ছড়িয়ে পড়ছে, যা অনেক ক্ষেত্রে দীর্ঘ চিকিৎসাতেও নিরাময় হয় না। বিশেষ করে গার্মেন্টসকর্মী ও দিনমজুররা এর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ভয়াবহ বাস্তবতা মোকাবিলায় সরকার, ভোক্তা ও ব্যবসায়ীসহ সবাইকে সম্মিলিতভাবে ভেজালের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

ফারুক আহম্মেদ জানান, আসন্ন রমজান মাসকে ঘিরে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। তবে তিনি স্পষ্ট করেন যে অভিযানগুলো কেবল ব্যবসায়ীদের ধরার জন্য নয়, বরং সচেতনতা ও সংশোধনের উদ্দেশ্যে পরিচালিত হয়। কর্মকর্তাদেরও ব্যবসাবান্ধব হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু জরিমানা করাকে সাফল্য হিসেবে দেখা হয় না। ত্রুটি থাকলে সংশোধনের সুযোগ দেওয়া হয়।’ কসমেটিকসের কাঁচামালের ভ্যাট ও শুল্ক সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের পরামর্শ দেন তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইনুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে ভেজাল কসমেটিকসের আগ্রাসন ঠেকাতে বিদ্যমান আইনগুলোর কার্যকর বাস্তবায়ন জরুরি। বর্তমান বাস্তবতায় কঠোর নীতিমালার আগে আইনের প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন– এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ইসহাকুল হোসেন সুইট, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শারমিনা হক, বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. আলাউদ্দিন হুসাইনসহ খাত সংশ্লিষ্ট অংশীজনরা। বক্তারা কসমেটিকস খাতে একটি কার্যকর ও সমন্বিত নীতিমালার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আমার বার্তা/এমই

হজযাত্রীদের বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রোডম্যাপ অনুসারে হজের সব কার্যক্রম এগিয়ে

রোগীদের সেবা গ্রহণ সহজ ও সাশ্রয়ী করবে ডিজিটাল সিস্টেম: ফয়েজ আহমেদ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চালু হতে যাওয়া ডিজিটাল ও পেপারলেস ব্যবস্থা চিকিৎসা সেবা গ্রহণকে সহজ,

সব দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে: রিজওয়ানা হাসান

নির্বাচন ইস্যুতে সব দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও তথ্য উপদেষ্টা

জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাংলাদেশের জনগণের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রীদের বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা

রোগীদের সেবা গ্রহণ সহজ ও সাশ্রয়ী করবে ডিজিটাল সিস্টেম: ফয়েজ আহমেদ

ঘুসের মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ২০ মাসের কারাদণ্ড

সব দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে: রিজওয়ানা হাসান

চলতি সপ্তাহেই যেভাবে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইবিতে নিয়োগ ঠেকাতে বাসা থেকে বিভাগীয় সভাপতিকে অপহরণ ছাত্রদল আহ্বায়কের

সবার উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, সিনিয়র সহকারী সচিব কারাগারে

ভেজাল-নিম্নমানের কসমেটিকস পেলেই প্রতিষ্ঠান সিলগালা ও মামলা

জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ

মুন্সিগঞ্জ ৩: মাঠে সক্রিয় ৩ প্রার্থী, ধানের শীষে সমর্থনের জোয়ার

বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না: মির্জা আব্বাস

নিপাহ ভাইরাসকে আড়াল করে বিশ্বকাপ আয়োজনের চেষ্টা ভারতের

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

চুয়া সেলিম সিন্ডিকেটের চালান আটক, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ৫

ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি

১৪ বছর পর পাকিস্তান যাচ্ছে বিমান: প্রথম ফ্লাইটের সব টিকিট শেষ

মার্কিন দূতাবাস থেকে স্বতন্ত্র একটি দল ভোট পর্যবেক্ষণে যাবেন: ইসি

এমপিওভুক্ত ৬৭ হাজার শূন্য পদে সুপারিশ পেলেন প্রায় ১২ হাজার

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: ড. ইউনূস