ই-পেপার বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মূলহোতা কাউছারের নেতৃত্বে প্রস্তুতিমূলক বৈঠক করে ডাকাত দল

ব্যবসায়ীকে গুলি-স্বর্ণ ডাকাতি
আমার বার্তা অনলাইন:
০৮ মার্চ ২০২৫, ১৯:০০

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৫) গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন- মো. কাউছার (৩১), মো. ফরহাদ (৬৪), খলিলুর রহমান (৫০), মো. সুমন (৩০), দুলাল চৌধুরী (৪৩) ও আমিনুল (৩৫)।

গ্রেপ্তারদের মধ্যে ঘটনার মূলহোতা ছিলেন কাউসার। খলিল, ফরহাদ ছিলেন ব্যাকআপ হিসেবে ও রেকি পার্টিতে দায়িত্বে ছিলেন সুমন, দুলাল চৌধুরী। উদ্ধার অস্ত্রটি ৭.৬২ এমএম রিভলভার। আগের রাতে বনশ্রীতেই ডাকাতি সংক্রান্ত প্রস্তুতিমূলক বৈঠক করে তারা।

শুক্রবার (৭ মার্চ) রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে লুষ্ঠিত স্বর্ণের মধ্যে ৪ ভরি ৯ আনা, বিক্রিত স্বর্ণের মূল্যবাবদ নগদ দুই লাখ ৪৪ হাজার ৫০০ টাকা, ঘটনায় ব্যবহৃত একটি ৭.৬২ এমএম রিভলভার, ৪ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিবি সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি রামপুরা থানাধীন সি ব্লকের এভিনিউ রোড-৫ এর অলংকার জুয়েলার্স দোকানের মালিক। প্রতিদিনের মতো তিনি গত ২৩ ফেব্রুয়ারি রাতে দোকান বন্ধ করে দোকানের ১৬০ ভরি স্বর্ণসহ বাসায় ফিরছিলেন।

রাত পৌনে ১১টায় বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির নিজ ভাড়া বাসার গেটের সামনে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলে করে ৬/৭ জন দুষ্কৃতকারী আগ্নেয়াস্ত্র ও চাপাতিসহ তার গতিরোধ করে। তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় আনোয়ার হোসেন বাধা দিলে দুষ্কৃতকারীরা তাকে ৪/৫ রাউন্ড গুলি করে।

দুষ্কৃতকারীদের ছোড়া গুলি আনোয়ার হোসেনের বাম হাঁটু ও বাম পায়ের উরুতে আঘাত করে। এ সময় দুষ্কৃতকারীরা তাদের হাতে থাকা চাপাতি দিয়ে আনোয়ার হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে তার সঙ্গে থাকা সাইড ব্যাগে রক্ষিত স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত আনোয়ার হোসেনকে রামপুরার স্থানীয় একটি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে রামপুরা থানায় গত ২৪ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন।

ওই ঘটনা সংঘটিত হওয়ার পর থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু করে। পূর্বাপর বিভিন্ন ডাকাতির ঘটনা বিশ্লেষণ, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বরিশাল থেকে একজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্য মতে, বনশ্রীতে ডাকাতি ঘটনার আগে ঘটনায় জড়িতরা একটি প্রস্তুতি বৈঠক করে। প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির চারটি দল নিরলস প্রচেষ্টার মাধ্যমে রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, পিরোজপুর এবং মাদারীপুরে অভিযান পরিচালনা করে ডাকাত দলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে, তাদের অপরাধের ধরনও একই রকম।

ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে বলেন, গত ২৩ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন নিজ বাড়ির সামনে সশস্ত্র ডাকাতির সেই ঘটনা বিভিন্ন মিডিয়ায় এবং সোশাল মিডিয়ায় ব্যাপক প্রচার হয়। ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় আসে, সেটা অত্যন্ত ভীতিকর। মানুষের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। সেজন্য আমি ঘটনাটি উদঘাটনের জন্য ডিবিকে সর্বাত্মক চেষ্টা করে ডিটেকশানের দায়িত্ব দেই।

কমিশনার বলেন, নিবিড়ভাবে কাজ করার পরে আমরা এ ঘটনাটি উদঘাটন করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় ৭ জন জড়িত ছিল, তারমধ্যে আমরা ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি ২ রাউন্ড গুলিসহ। সঙ্গে স্বর্ণ, বিক্রিত স্বর্ণের ২ লাখ ৪৪ হাজার টাকা এবং দুটি মোটরসাইকেল ব্যবহৃত হয় তারমধ্যে একটি মোটরসাইকেল আমরা উদ্ধার করি।

কমিশনার বলেন, এই ঘটনা উদঘাটন করতে গিয়ে আমরা আরও অন্যান্য ডাকাতি, তারমধ্যে অন্যতম ২৪ সালে ডাকাতি করে ফাহিম জুয়েলার্সে ইয়াসিন ও দেলোয়ারকেও আমরা গ্রেপ্তার করি। ডাকাতরা সংঘবদ্ধ থাকে। অনেকগুলো ডাকাতির গ্রুপ আছে। ঘটনাটি উদঘাটন করতে গিয়ে ওইসব ডাকাত দল চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং অচিরেই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।

ঢাকাবাসীকে আশ্বস্ত করে ডিএমপি কমিশনার বলেন, এটি একটি বড় শহর। এ শহরে নানা পেশার নানান গোষ্ঠী এবং প্রচুর ভাসমান লোক আছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত লাখ লোক আসে, লাখ লোক চলে যায়। এ ধরনের একটি শহরে কিছু একটি ঘটনা ঘটলে আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন না। ডিএমপি আপনাদের পাশে আছে। আমরা কাজ করে যাচ্ছি, ঘটনা ঘটলে আমরা সেটি উদঘাটনের জন্য চেষ্টা করি।

মিডিয়া ও সোশ্যাল মিডিয়াকে অনুরোধ, এ ধরনের ঘটনা যেটি জনমনে আতঙ্ক সৃষ্টি করে, সোশ্যাল মিডিয়ায় অনেকবার যদি প্রকাশ করেন, অনেক শিশু অনেক বৃদ্ধ, অনেক দুর্বল চিত্তের লোক আছেন, তাদের মধ্যে অনেক আতঙ্কের সৃষ্টি হয়। একটি গোয়েন্দা বাহিনী আমাকে জানিয়েছে একটি চ্যানেল থেকে ২ ঘণ্টায় বেশ কয়েকবার প্রকাশ করা হয়েছে ডাকাতির ভিডিওটি।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যে মিশন আমাদের একই মিশন। আপনাদের কাছে অনুরোধ এমন কোনো ঘটনা এমন কোনো দৃশ্য দেখাবেন না, যেটার আতঙ্ক সৃষ্টি করে। একটি দুটি ঘটনা ঘটতে পারে, আমরা দায়িত্বপ্রাপ্ত লোক, আমরা অবশ্যই চেষ্টা করি সেই ঘটনাটি উদঘাটনের জন্য। তার একটি উদাহরণ বনশ্রীর ঘটনা।

এসময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, যুগ্ম কমিশনার রবিউল (ডিবি) ইসলাম ও মোহাম্মদ নাসিরুল ইসলাম, রমনার ডিসি মাসুদ আলম।

আমার বার্তা/এমই

ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০৬ জন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে জোরদার করা হয়েছে

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের অন্যতম সংগঠকসহ গ্রেপ্তার ৩৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্যতম সংগঠক সাইফুল ইসলামসহ অন্তত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে

৮৬ লাখ টাকা পাচারের তথ্য মিলেছে সাদিক অ্যাগ্রোর ইমরানের বিরুদ্ধে

সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন মানি লন্ডারিংয়ের মাধ্যমে অন্তত ১৩৩ কোটি টাকা অর্জন করেছেন, যার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিতরা ইসলামের মহান দান এবং সমাজের জন্য কল্যাণকর ব্যবস্থা

বিসিবির সঙ্গে যুক্ত হতে আগ্রহী ইউরোপিয়ান ইউনিয়ন

সরকার প্রধানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়

মেয়েদের ব্রোঞ্জ জয়ে কাবাডিতে ২৫ লাখ অনুদান ক্রীড়া উপদেষ্টার

সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংবাদিক রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ

ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০৬ জন

পাকিস্তানে জিম্মি ট্রেনের সব যাত্রীকে হত্যার ‍হুমকি

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ৪ দাবি জামায়াত আমিরের

সরাইলে সত্যের দিশারী সংগঠনের ১০ টাকার ইফতার বাজার

সাত বিষয়কে গুরুত্ব দিয়ে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

বিটিভিকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে: তথ্য উপদেষ্টা

১৬ মার্চের মধ্যে সব পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা

প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস-প্রাইভেট পড়ানো যাবে না

পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া

বাংলাদেশ বিষয়ে চীনের নীতিতে কোনও পরিবর্তন আসবে না: ইয়াও ওয়েন

নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে: ফরিদা আখতার

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখের পদযাত্রায় হাতাহাতি, আহত পুলিশ