এসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশের (আটাব) বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল পূর্বক প্রশাসক নিয়োগের আবেদনের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
তবে আটাবের নেতারা বলছেন, এয়ার টিকেট নিয়ে একটি সিন্ডিকেট কাজ করছে। তাদের বিরুদ্ধে বর্তমান কমিটি কাজ করছে, তাই কমিটি ভেঙে দেয়ার চেষ্টা করছে চক্রটি। মঙ্গলবার জারিকৃত এক অফিস আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুসারে আটাবে প্রশাসক নিয়োগ কেন করা হবে না, তা ৭ কর্মদিবসের মধ্যে লিখিত ভাবে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণসহ জবাবদিতে নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিবতাহসিনা বেগম। এর আগে, গত মার্চ মাসে আটাবের বর্তমান কমিটি বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের দাবি তোলে 'আটাব সংস্কার পরিষদ'।
সংগঠনটির আহ্বায়ক গোফরান চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয়সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আলাদা আলাদা চিঠি পাঠিয়ে এই দাবি জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, বর্তমান কমিটি ভৌতিক ভোটার তালিকা কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং প্রতিপক্ষকে কেন্দ্র থেকে বের করে দেয়ার মতো নানা অনিয়মের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছে। তাই এই কমিটিকে আজীবনের জন্য যেকোনো বাণিজ্য সংগঠনে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে।
এ বিষয়ে আটাবের মহাসচিব ও সায়মন ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক আসফিয়া জান্নাত সালেহ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে টিকেট সিন্ডিকেট নিয়ে আমরা কাজ করছি। এরপর থেকে এয়ার টিকেটের বিষয়ে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। ফলে টিকেটের দাম কমছে। টিকেট সিন্ডিকেট এখন আটাবের কমিটি বাতিলের - জন্য চেষ্টা করছে। আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। যদি থাকত, তাহলে ৫ আগস্টে পালিয়ে যেতাম।
আমার বার্তা/এমই