ই-পেপার বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চলতি অর্থবছরে ব্যাংক খাতে লেনদেন কমেছে ৫ শতাংশ

আমার বার্তা অনলাইন:
৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৯

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের ব্যাংক খাতে অর্থ লেনদেন কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যনুযায়ী, চলতি অর্থবছরে ব্যাংক খাতে লেনদেন কমেছে প্রায় ৫ শতাংশ। লেনদেনের হিসাবায়নের ক্ষেত্রে চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), ডেবিট ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংকে হিসাবে নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে দেশের ব্যাংক খাতে মোট লেনদেন হয়েছিল ৩৬ লাখ ১৬ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ লেনদেন ৩৪ লাখ ৪০ হাজার ৫৭ কোটি টাকায় নেমে এসেছে। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় ব্যাংক খাতে ১ লাখ ৭৬ হাজার ২৭৭ কোটি টাকার লেনদেন কম হয়েছে। এক্ষেত্রে লেনদেন কমার হার ৪ দশমিক ৮৭ শতাংশ।

এ সময়ে চেকের মাধ্যমে অর্থ লেনদেন ১৯৯ শতাংশের বেশি কমেছে। আর ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে ৩ দশমিক ৯৬ শতাংশ। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমেও ৪ দশমিক ৬৩ শতাংশ লেনদেন কমেছে। তবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ইএফটি ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেড়েছে।

ব্যাংকাররা বলছেন, চলতি অর্থবছরে দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান তিন খাত যেমন-আমদানি, রপ্তানি ও রেমিট্যান্স প্রবৃদ্ধির ধারায় আছে। সে হিসাবে মানুষের অর্থের প্রয়োজনীয়তা ও লেনদেন আরো বাড়ার কথা। কিন্তু লেনদেনের পরিসংখ্যানে সেটি দেখা যাচ্ছে না। ব্যাংকে লেনদেন কমে যাওয়ার অর্থ হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা এখনো কাটেনি। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও গত ২১ বছরের সর্বনিম্নে নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে চেকের মাধ্যমে ১৫ লাখ ৯৬ হাজার ৮১৬ কোটি টাকার লেনদেন হয়। কিন্তু চলতি অর্থবছরের একই সময়ে এ লেনদেন ১২ লাখ ৯৩ হাজার ২২৮ কোটি টাকায় নেমে আসে। সে হিসাবে গত আট মাসে চেকের মাধ্যমে ৩ লাখ ৩ হাজার ৫৮৮ কোটি টাকার লেনদেন কম হয়েছে।

এক্ষেত্রে চেকের মাধ্যমে লেনদেন কমেছে ১৯ শতাংশেরও বেশি। তবে চেকের মাধ্যমে লেনদেন কমলেও ইএফটি ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেড়েছে। এক্ষেত্রে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ইএফটিতে ৩০ হাজার ১১০ কোটি টাকার লেনদেন বেশি হয়েছে। আর ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেশি হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৮৬ কোটি টাকা। এ দুটি ক্ষেত্রে লেনদেন বৃদ্ধির হার যথাক্রমে ৫ দশমিক ৪৭ ও ২৩ দশমিক ৪৪ শতাংশ।

চলতি অর্থবছরে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে ৩ দশমিক ৯৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে দেশে কার্ডভিত্তিক লেনদেন ছিল ৩ লাখ ৪১ হাজার ৭৫৯ কোটি টাকার। চলতি অর্থবছরের একই সময়ে এ লেনদেন ৩ লাখ ২৮ হাজার ২১২ কোটি টাকায় নেমে আসে। ২০২৩-২৪ অর্থবছরের আট মাসে এজেন্টদের মাধ্যমে ৫ লাখ ৪৬ হাজার ৮৫২ কোটি টাকা লেনদেন হলেও চলতি অর্থবছরের একই সময়ে তা ৫ লাখ ২১ হাজার ৫১৪ কোটি টাকায় নেমে এসেছে।

জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে লেনদেন কমেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমেও। জানুয়ারিতে এমএফএসের মাধ্যমে লেনদেন ছিল ১ লাখ ৭১ হাজার ৬৬৪ কোটি টাকা। ফেব্রুয়ারিতে এসে এ লেনদেন ১ লাখ ৫৯ হাজার ৮০ কোটি টাকায় নেমেছে। এমএফএসের ক্ষেত্রেও লেনদেন কমেছে ৭ দশমিক ৩৩ শতাংশ।

আমার বার্তা/এল/এমই

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা

কমিউনিটি ব্যাংকে অনুষ্ঠিত হল ‘ম্যানেজারস মিট ও বিজনেস কনফারেন্স’

দেশজুড়ে কমিউনিটি ব্যাংকের শাখা উপশাখার ব্যবস্থাপকদের নিয়ে বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে ‘ম্যানেজারস মিট ও বিজনেস কনফারেন্স’

রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশে প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার খসড়া অধ্যাদেশে প্রকৃত মতামত প্রতিফলিত হয়নি বলে জানিয়েছে বিসিএস কাস্টমস

কর অব্যাহতির দিন শেষ, বাজেট হবে বাস্তবসম্মত: অর্থ উপদেষ্টা

এবারের বাজেট বাস্তবসম্মত হবে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সরকার বাজেট নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ

নারী কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করলে সরকার ৫ মিনিটও সময় পাবে না

অবিলম্বে সাংবাদিক ছাঁটাই বন্ধসহ ১০ম ওয়েজবোর্ড গঠনের দাবি

বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

অটোরিকশার ধাক্কার পর বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এখন থেকে এক ঠিকানায় মিলবে সব নাগরিক সেবা

বাংলাদেশে ভূমিকম্পে দীর্ঘমেয়াদি প্রভাব হতে পারে ভয়াবহ: জিল্লুর রহমান

এমন বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী

একযোগে ১৪ পুলিশ সুপারকে বদলি

রাজধানীর গুলিস্তান পার্কের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ বিএনপির

জিম্বাবুয়ে এখনও পিছিয়ে আছে ১৬৬ রানে

পদ্মা সেতুতে চালু হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন

জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় আটক তরুণ

এবার ভিন্ন প্রেক্ষাপটে মহান মে দিবস পালিত হবে: রিজভী

রাষ্ট্রদ্রোহের মামলায় হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় দাস

প্রাথমিকে উপবৃত্তির টাকা দ্বিগুণ হচ্ছে, থাকছে আরও সুবিধা

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

পাহালগাম হামলার সন্দেহভাজন হাশিম মুসা কাশ্মীর জংগলে পলাতক আছেন

কমিউনিটি ব্যাংকে অনুষ্ঠিত হল ‘ম্যানেজারস মিট ও বিজনেস কনফারেন্স’