ই-পেপার মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

ঢাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনলাইন আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক:
০৪ নভেম্বর ২০২৪, ১৪:৪৩
আপডেট  : ০৪ নভেম্বর ২০২৪, ১৪:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ও নির্দিষ্ট ফি পরিশোধ করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। তবে আইবিএ ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা। আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে সেকেন্ড টাইম ভর্তির সুযোগ থাকছে না।

সাধারণ ইউনিটগুলোর আবেদন ফি ১ হাজার ৫০ টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫শ টাকা চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে জমা দিতে পারবেন।

ঢাবির ভর্তি পরীক্ষা কোন ইউনিটে কবে

১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট : ২৫ জানুয়ারি (শনিবার)

২. বিজ্ঞান ইউনিট : ১ ফেব্রুয়ারি (শনিবার)

৩. ব্যবসায় শিক্ষা ইউনিট : ৮ ফেব্রুয়ারি (শনিবার)

৪. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন) : ৪ জানুয়ারি (শনিবার)

৫. আইবিএ ইউনিট : ৩ জানুয়ারি (শুক্রবার)

শিক্ষার্থীরা পাঁচটি ইউনিটেই আবেদন করতে পারবেন।

আবেদন করার যোগ্যতা

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েব সাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) একই দিনে অনুষ্ঠিত হবে বিধায় এই ইউনিট এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বাকি ইউনিটের পরীক্ষা বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত সব বিভাগ ও সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিট এবং কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সব বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে হবে।

এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সব বিভাগে ভর্তির জন্য ব্যবসায় শিক্ষা ইউনিট; চারুকলা অনুষদভুক্ত সব বিভাগে ভর্তির জন্য চারুকলা ইউনিট এবং আইবিএ ইনস্টিটিউটে ভর্তির জন্য আইবিএ ইউনিটে আবেদন করতে হবে ভর্তি-ইচ্ছুকদের।

আমার বার্তা/এমই

স্কুল-কলেজে নতুন ফি নির্ধারণ করল সরকার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) টিউশন ফি ছাড়াও ২৩ ধরনের নতুন ফি নির্ধারণ করেছে সরকার। মোট চার

স্কুলে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর, বাছাই লটারিতে

ঢাকা মহানগরীসহ সারা দেশের সকল (সরকারিকরণসহ) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

পিএসসিতে গতি ফিরছে, শিগগির স্থগিত ৩ বিসিএস নিয়ে সিদ্ধান্ত

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত রয়েছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা হলেও দীর্ঘদিনেও ফল প্রকাশ হয়নি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম কমিশনে ১৬০০’র বেশি অভিযোগ জমা পড়েছে

আদানির বকেয়া ১৭ কোটি ডলার এ মাসেই পরিশোধ করবে সরকার

পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে কমিশন কেন নয়, হাইকোর্টের রুল

বাংলাদেশিদের নিয়ে ফের তোপ দাগলেন নরেন্দ্র মোদি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তিন মাস, প্রাপ্তি ও প্রত্যাশা

‘লাখ লাখ মুসলিমকে হত্যায় মধ্যপ্রাচ্যে আক্রমণ চালাবে কমলা’

মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রার্থী

ইসরায়েলি ও ফিলিস্তিনিদের চোখে মার্কিন নির্বাচন

ইসিকে জরুরি ৯ নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

ইলেক্টোরাল কলেজ পদ্ধতি কেন বেছে নিয়েছিল যুক্তরাষ্ট্র

ফেরার দুই সপ্তাহ পরেই আবার ইনজুরিতে নেইমার

৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক-খাগড়াছড়ি

মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা রেখেই ঢাবির ভর্তি কার্যক্রম

যে ৭ স্টেটের ভোট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারণ করে

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৩ ফিলিস্তিনি

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মোড় ঘুরে যেতে পারে মার্কিন নির্বাচনের পর

জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর সোহেল গ্রেফতার

কবে জানা যাবে মার্কিন নির্বাচনের ফল

জামায়াতের দেড়শর বেশি আসনে প্রার্থী চূড়ান্ত