বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান। তিনি মূলত ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে ভক্ত-অনুরাগীদের কাছে পরিচিত। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকন এ সংগীতশিল্পী।
সম্প্রতি নিজের ভেরিফায়ের পেইজ থেকে একটি পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, কাউকে ইচ্ছা করে মনে আঘাত দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারবে না।
পোস্ট দিয়ে তাশরীফ লিখেছেন, ‘কারণে অকারণে কাউকে ইচ্ছাকৃত ভাবে ছোট করলে নিজের অজান্তেই আপনি আপনার চারপাশের লোকজনের কাছে একজন ছোটলোক হিসেবে বিবেচিত হন। জেনে রাখুন, তারা আপনাকে করুণা করে বিধায় মুখের উপরে ছোটলোক বলতে পারে না।’
এরপর কমেন্ট বক্সে সংগীতশিল্পীর ভাষ্য, ‘হোক অনলাইনে কিংবা অফলাইনে, মানুষকে ছোট করা থেকে বিরত থাকুন। কাউকে ইচ্ছা করে মনে আঘাত দিয়ে আপনি কোনোদিন বড় হতে পারবেন না। কোনোদিনই না।’
তাশরীফ খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শাকিল হোসেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘হুম ঠিক বলেছেন ভাই। ভালোবাসা অবিরাম, এগিয়ে যান পাশে আছি ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।’
হাসান নামে এক ভক্ত বলেন, সত্যি কথা এখনকার সমাজে কিছু কিছু মানুষ নিজেকে নিজে অনেক কিছু মনে করে।’ আরেকজনের ভাষ্য, ‘তাশরীফ ভাই চমৎকার একটা সুন্দর কথা বলেছেন ধন্যবাদ আপনাকে।
আমার বার্তা/জেএইচ