ই-পেপার শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

ভারতে বাংলাদেশি ইলিশের দামে আগুন কিনতে পারছেন না অনেকে

আমার বার্তা অনলাইন:
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০

বাংলাদেশ থেকে ইলিশ আসছে শুনে খুশি হয়েছিলেন ভারতের কলকাতার মানুষ। তবে বাংলাদেশি মাছের অত্যাধিক দামের কারণে আগ্রহ হারাচ্ছেন তারা। যেহেতু মানুষ কিনতে পারছে না, তাই বাংলাদেশ থেকে আর ইলিশ আমদানি করা হবে কি না সে চিন্তাও করছেন আমদানিকারকরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন জায়গায় বাংলাদেশি ইলিশ কেনায় সাধারণ মানুষ আগ্রহ দেখাননি। এরপর গতকাল শুক্রবার লেক মার্কেট, গারিয়াহাট এবং মানিকতলার খুচরা ব্যবসায়ীরা হাওয়ার পাইকারি বাজার থেকে মাত্র ৫ কেজি থেকে ২৫ কেজি করে ইলিশ নিয়েছেন।

এরমধ্যে শোনা যাচ্ছে গুজরাট থেকে ইলিশের বড় একটি চালান আসছে। এতে করে বাংলাদেশি ইলিশের বাজার আরও পড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন গুজরাটের ইলিশ তাদের সাধ্যের মধ্যে থাকবে।

বর্তমানে কলকাতায় বাংলাদেশের এক কেজির বেশি একটি ইলিশের দাম ২ হাজার রুপি থেকে ২ হাজার ৫০০ রুপিতে বিক্রি হচ্ছে। যা বাংলাদেশি অর্থে যথাক্রমে ২ হাজার ৮০০ এবং ৩ হাজার ৫০০ টাকার সমান।

অপরদিকে একই সাইজের গুজরাটের ইলিশ খুচরা পর্যায়ে ৮০০ থেকে ১ হাজার ১০০ রুপিতে পাওয়া যাবে।

এছাড়া মিয়ানমার থেকে আসা হিমায়িত ইলিশও প্রস্তুত আছে। প্রয়োজন হলে এগুলো বাজারে ছাড়া হবে। এ ইলিশগুলো ১ হাজার ৫০০ রুপিতে পাওয়া যাবে।

কলকাতার মাছ আমদানি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার মাসুদ টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, বাংলাদেশি ইলিশের দাম কমবে বলে মনে হয় না। বর্তমানে যে দাম এতে খুব কম মানুষ এ ইলিশ কিনবে।

আগামী সোমবার পর্যন্ত বাজার পর্যবেক্ষণ করে আর বাংলাদেশি ইলিশ আমদানি করা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আনোয়ার মাসুদ।

গত মঙ্গলবার পেট্রাপোল বন্দর দিয়ে ৫০ টন বাংলাদেশি ইলিশ ভারতে যায়। এরপর থেকে শুক্রবার পর্যন্ত আর মাত্র ২০ টন ইলিশ ঢুকেছে।

অমর দাস নামে এক মাছ ব্যবসায়ী বলেছেন, “ডায়মন্ড হারবার থেকে যদি আমি ভালো সাইজের মাছ পাই তাহলে আমি ১০০ কেজির স্টক কিনতে পারি। কিন্তু এবার আমি মাত্র ২০ কেজি বাংলাদেশি ইলিশ নিয়েছি। যখন ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না তখন এই ইলিশ মজুদ করে তো কোনো লাভ নেই।”

মানিকতলার রাজু দাস বলেছেন, “বাংলাদেশি মাছের গঠন যদিও ভালো। কিন্তু এগুলো আকারে ছোট এবং দাম অনেক বেশি। যদি বড় মাছের ক্ষেত্রে এমন দাম হতো তাহলে ঠিক ছিল। ডায়মন্ড হারবারের মাছ যদি থাকে বাংলাদেশি মাছের কোনো ক্রেতাই থাকবে না।”

তবে তা সত্ত্বেও কলকাতার অনেক মানুষের বাংলাদেশের ইলিশের প্রতি আলাদা টান আছে। তাদের একজন আয়ুস্মান মুখার্জি। তিনি মাছ বিক্রেতাকে আগে থেকেই বলে রেখেছিলেন তাকে যেন বাংলাদেশি মাছ দেওয়া হয়। গতকাল শুক্রবার ২ হাজার ৫০ রুপি দিয়ে একটি ইলিশ কিনেছেন তিনি। - সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আমার বার্তা/এমই

মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে যৌথ উদ্যোগে চুক্তি

মালয়েশিয়ার ভ্যাভ প্রোডাকশনস এসডিএন বিডি ও বাংলাদেশের ব্রেভ হর্স ভেঞ্চারস লিমিটেড একটি যৌথ উদ্যোগ চুক্তি

সাইবার হামলা : ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

ইউরোপের বড় বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েব সাইটে সাইবার হামলা

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব

ইতালির ক্রেডিট রেটিংয়ের মান বাড়ালো ফিচ

কট্টর ডানপন্থী সরকারের কৃচ্ছ্রতাসাধন পরিকল্পনার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ রেটিংস ইতালির ক্রেডিট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে মাটির নিচে মিলল ১৪ ড্রাম মদ তৈরির সরঞ্জাম, যুবক আটক

বাংলাদেশ দলের জার্সি পরে টাইগারদের শুভকামনা জানালেন হানিয়া আমির

সাদাপাথরে পর্যটকবাহী নৌকা চলাচলের নতুন নির্দেশনা জারি

আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজিএমইএ’র ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আমাদের ফরেন পলিসিকে আউটসোর্স করে রাখা ছিল: প্রেস সচিব

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করুন: হিন্দু ধর্মাবলম্বীদের উপদেষ্টা

পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে

ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: রিজওয়ানা হাসান

কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরে আসবে: মান্না

নতুন রূপে রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রূপালীক্যাশ’

ভোটাধিকার ও নিরাপত্তার প্রশ্নে বিএনপির সঙ্গে কারও মতপার্থক্য নেই

নবীনবরণের দিনে ইবিতে ‘ইলেকট্রিক কার’ উদ্বোধন, ক্যাম্পাসে ভাড়া ৫ টাকা

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূর করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

তামাক নিয়ন্ত্রণ আইন সংস্কার করলে সরকারের সিগনেচার রিফর্ম হবে

আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত সূরা

আগামীতে যারাই সরকার গঠন করবে তারা জুলাই আত্মত্যাগকে ধারণ করবে

ভারতে বাংলাদেশি ইলিশের দামে আগুন কিনতে পারছেন না অনেকে