
দক্ষিণ কোরিয়া ২৬৭ আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি ফেরি। কুইন জেনুভিয়া-২ নামের ফেরিটি বর্তমানে একটি প্রবালপ্রাচীরে আটকে রয়েছে। তবে ডুবে যাওয়ার বা উল্টে যাওয়ার ঝুঁকি নেই বলে জানিয়েছে কোরীয় কোস্টগার্ড।
বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে শিনান কাউন্টির জানগসান দ্বীপের কাছাকাছি জনবসতিহীন জোগদো দ্বীপের পাশে ফেরিটি পাথরে ধাক্কা খায় ও আটকে যায়।
কোস্টগার্ড জানায়, ফেরিতে ২৪৬ যাত্রী ও ২১ ক্রু রয়েছেন। তাদের নৌকায় তুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় পাঁচজন সামান্য আহত হয়েছেন। তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সোক দ্রুত উদ্ধার কার্যক্রম চালাতে সব নৌযান পাঠানোর নির্দেশ দিয়েছেন। কোস্টগার্ডের কর্মকর্তা চোসুন ইলবো বার্তা সংস্থাকে বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে ফেরির ভেতরে পানি ঢোকেনি। যাত্রীদের টহল নৌকায় তুলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
জোয়ারের সময় ফেরিটিকে তীরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। ফেরিটি জেজু পর্যটন দ্বীপ থেকে যাত্রা করে মকপো বন্দরের দিকে যাচ্ছিল। পথে দুর্ঘটনার মুখে পড়ে।
ঘটনাস্থলের কাছাকাছিই ২০১৪ সালে সেওয়াল ফেরি দুর্ঘটনায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল, যাদের বেশিরভাগই ছিল স্কুলশিক্ষার্থী।
সূত্র: বিবিসি
আমার বার্তা/এল/এমই

