
নারীরা সাধারণত বাড়িতেই নামাজ পড়েন। নিজ ঘর বা নিরাপদ পরিবেশে পুরুষের চোখের আড়ালে নামাজ পড়েন বেশির ভাগ নারী। কোনো কোনো নারী নিজের ঘরে নামাজের জন্য নির্ধারিত স্থান রাখেন। কেউবা আবার ঘরের কোনো একপাশে আলাদাভাবে নামাজ আদায় করে নেন।
বাসা-বাড়িতেই নারীদের নামাজ পড়ার প্রচলন থাকলেও কোনো কোনো মসজিদে পুরুষের পাশাপাশি নারীদের জন্যও আলাদা নামাজের জায়গা রয়েছে। অনেকে পরিবেশ, পরিস্থিতি ও নিরাপত্তার ভারসাম্য বজায় রেখে সেখানে গিয়ে নামাজ পড়েন।
কোনো মসজিদে নারীদের নামাজের জন্য নির্ধারিত স্থান থাকলে সেখানে প্রবেশ ও বের হওয়ার সময় নারীরা মসজিদে প্রবেশ, বের হওয়ার দোয়াগুলো পড়বেন এবং মসজিদে গিয়ে তাহিয়্যাতুল মসজিদ আদায় করবেন এটাই স্বতঃসিদ্ধ নিয়ম। তবে কোনো নারী যদি নিজের ঘরেই নামাজ আদায় করেন, তাহলে নামাজের স্থানে যাওয়ার আগে মসজিদে প্রবেশের দোয়া অথবা তাহিয়্যাতুল মসজিদ আদায় করবেন কিনা?
এ বিষয়ে ইসলামী আইনশাস্ত্র ও ফেকাহবিদদের মতামত হলো— বাসা-বাড়িতে নামাজ পড়ার জন্য নারীরা যদি আলাদা কোনো জায়গা নির্ধারণ করেন, তাহলে তা তাদের জন্য মসজিদ বলেই ধরা যাবে, তাই তারা সেখানে প্রবেশের সময় মসজিদে প্রবেশের দোয়া পড়তে পারবেন এবং তাহিয়্যাতুল মসজিদও পড়তে পারবেন, এর মাধ্যমে তারা সওয়াব পাবেন বলে আশা করা যায়। (ফতোয়ায়ে ফকীহুল মিল্লাত, খন্ড : ৫, পৃষ্ঠা : ৮৮)
মসজিদে প্রবেশের দোয়া
মসজিদে প্রবেশের দোয়া পড়লে আল্লাহ তাআলা রহমতের বারিধারা বর্ষণ করেন। আবদুল মালিক ইবনে সাইদ ইবনে সুওয়াইদ থেকে বর্ণিত, আমি আবু হুমাইদ (রা.) বা আবু আনসারী (রা.)-কে বলতে শুনেছি, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশকালে যেন সর্বপ্রথম নবী (সা.) এর ওপর সালাম পাঠ করে, অতঃপর যেন এই দোয়া বলে। (আবু দাউদ, হাদিস : ৪৬৬)
দোয়াটি হলো-
اللَّهمَّ افتَحْ لِيْ أبوابَ رَحْمَتِك
উচ্চারণ : আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক।
অর্থ : হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।
তাহিয়্যাতুল মসজিদের গুরুত্ব
আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গেলাম তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে বসেছিলেন। তিনি বলেন, আমিও বসে পড়লাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বসার আগে দু-রাকাত সালাত আদায় করা থেকে তোমাকে কিসে বিরত রাখল?
আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনাকে বসা দেখলাম এবং লোকেরাও বসা ছিল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন দু-রাকাত সালাত আদায়ের আগে বসবে না। (মুসলিম, হাদিস : ১৫২৭)

