আপিল বিভাগে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন বলেছেন, বিগত দিনে রাষ্ট্রের দুর্বৃত্তায়ন ও বিচার বিভাগের সীমাহীন অন্যায়-অবিচারের শিকার বেগম খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া উচিত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে এক শুনানিতে তিনি একথা বলেন।
পরে সর্বোচ্চ আদালতে দেওয়া বক্তব্য প্রসঙ্গে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, আমি আদালতকে বলেছি, এ দেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়েছে এবং ফ্যাসিজম যেভাবে ডেভেলপ করেছে, তার অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই সে দায় এড়াতে পারে না। বিগত সময়ে বিচার বিভাগের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, লোকে প্রিয়জন হত্যার পরেও বলতো বিচার চাই না।
সিনিয়র আইনজীবী সালাহ উদ্দিন দোলন বলেন, ‘আমি সর্বোচ্চ আদালতকে বলেছি, কোনো দলীয় পরিচয় বিবেচনায় নয়, একজন মানুষ ও নাগরিক হিসেবে বেগম খালেদা জিয়ার সঙ্গে অবিচার করা হয়েছে। ওনাকে যে মামলায় সাজা দেওয়া হয় এবং পরবর্তীতে সাজা বাড়ানো হয়েছিলো। কিন্তু সে মামলাটি যখন আপিল বিভাগে আসে তখন দেখা গেল, তিনি (খালেদা জিয়া) কোনো টাকা আত্মসাৎ করেননি। আমি সর্বোচ্চ আদালতকে বলেছি, এক্ষেত্রে খালেদা জিয়াকে একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল। উনি বিএনপির চেয়ারপার্সন সেটা বিষয় নয়, একজন নাগরিক হিসেবে উনি রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন। বিচার বিভাগের সীমাহীন অন্যায়- অবিচারের শিকার হয়েছেন। তাই ওনার মামলায় যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো বা দেওয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য তা ভালো হতো।
আমার বার্তা/এমই