ই-পেপার মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

জুলাই-আগস্টে আহত আরও ২৭ জনকে বিদেশে পাঠানো হবে

বিশেষ প্রতিবেদক:
০৪ নভেম্বর ২০২৪, ১৯:৩০
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘জুলাই আগস্টের আন্দোলনে আমাদের অনেক ছেলে-মেয়ে আহত হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের জন্য সরকারের একটা বরাদ্দ আছে, সেটা তারা পেয়ে যাবেন। যারা আহত হয়েছেন তাদের বিষয়ে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের সঠিক চিকিৎসাটা দেওয়া। সেটা নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আহত তিনজনকে ইতোমধ্যে বিদেশে পাঠানো হয়েছে। আরও দু’জনের বিষয়ে কথা বলা হচ্ছে। এরপর আরও ২৫ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। আমার দিক থেকে এবং আমার মন্ত্রণালয়ের দিক থেকে যেটা সর্বোচ্চ প্রায়োরিটি পাচ্ছে সেটা হচ্ছে- যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা।’

সোমবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘স্বাস্থ্য খাতে বহুমুখী সমস্যা আছে। বিভিন্ন হাসপাতাল ক্লিনিকগুলিতে পর্যাপ্ত চিকিৎসক নার্সের সংকট রয়েছে। যন্ত্রপাতির সংকট রয়েছে। অনেক জায়গায় এম.আর.আই মেশিন, এক্সরে মেশিন নষ্ট। এসব সমস্যা সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে।

আহত অনেকে পৃথিবীটা আর দেখতে পারবেন না উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমি যখন বিভিন্ন হাসপাতাল ভিজিট করেছি তখন দেখেছি যারা আহত হয়েছেন তারা দুই চোখই হারিয়েছেন। এই পৃথিবীটাকে তারা আর দেখতে পারবেন না। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য চায়না, নেপাল, ফ্রান্স, থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ ডাক্তার এসেছে। ৫০ জনের চোখের কর্নিয়া নেপাল রেডি করে রেখেছে যাদের কর্নিয়া স্থাপন প্রয়োজন হবে তাদের জন্য। ইতোমধ্যে দুইজনের চোখে সফলভাবে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেক শ্রেণির পেশার মানুষ আছেন। অনেকে হাত হারিয়েছেন, অনেকে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। আহতদের অনেকে নানা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। এটা শুধু মন্ত্রণালয়ের বিষয় না। এটা আমাদের পুরো জাতির বিষয়।’

কোভিডকালীন ডাক্তারদের অবদানের কথা তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘কোভিডকালীন পরিস্থিতিতে ডাক্তাররা যে সেবাটা দিয়েছেন, অনেক ডাক্তারও কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন, আমরা তাদের স্মরণ করি না। কিন্তু তারা অনেক দিয়েছেন জাতির জন্য। বৈষম্যের যে কথা উঠে এসেছে সেটা নিয়ে আমি বলব শুধু ডাক্তাররা নয়, নার্সরাও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের হয়েছে। অনেকে এসে আমাকে বলেছেন ১৭ বছর ধরে চাকরি একই পদে চাকুরি করছেন। এটাতো হওয়া উচিত না। একটা মানুষের যদি কর্মস্পৃহা জাগাতে হয় তাহলে তাকে পথটা দেখিয়ে দিতে হবে।’

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, শিশু বিভাগ, আইসিইউ, ইসিজি রুম, অ্যাডাল্ট রিসাসিটেশন রুম, অবজারভেশন রুম, ল্যাবরেটরিসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের ভর্তি রোগীদের সাথে চিকিৎসাব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেন।

এছাড়া পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমাসহ প্রমুখ।

আমার বার্তা/এমই

সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন: নাহিদ ইসলাম

প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ

ভূমি অফিসের দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থায় সার্কুলার জারি হবে

মাঠ পর্যায়ে ভূমি অফিসগুলোতে দুর্নীতি রোধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রজ্ঞাপন জারি করা হবে বলে

নিরাপত্তা ব্যবস্থার রাজনৈতিক অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

রাজনৈতিকভাবে নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ

প্রদর্শনী বন্ধ নিয়ে প্রেস সচিবের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে

‘শিল্পকলায় নাটকের প্রদর্শনী বন্ধের ঘটনা সমর্থন করে না সরকার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে প্রধান উপদেষ্টার প্রেস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের ৩ মাসে রিজার্ভ কতটুকু বাড়লো

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা-মাদ্রাসা শিক্ষার্থীদের ঢল

সুইং স্টেটগুলোকে ‘টার্গেট’ ইরানি সাইবার গ্রুপের

আগামীতে পাটের নাম হবে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ: সাখাওয়াত

সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন: নাহিদ ইসলাম

ভূমি অফিসের দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থায় সার্কুলার জারি হবে

৮ নভেম্বর থেকে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

জুলাই-আগস্টে আহত আরও ২৭ জনকে বিদেশে পাঠানো হবে

ভারতের আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

গণপিটুনিতে সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগনে রূপম নিহত

নতুন সংগঠন ঢাকা ক্লাব অব আমেরিকার যাত্রা শুরু

নিরাপত্তা ব্যবস্থার রাজনৈতিক অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে বিটিআরসি: চেয়ারম্যান

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৭

নয় শিল্প গ্রুপে রিসিভার বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক

প্রযুক্তি কাজে লাগিয়ে চিংড়ি উৎপাদন বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ঠাঁই পেল বাংলা

প্রদর্শনী বন্ধ নিয়ে প্রেস সচিবের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে

ইউরোপে অবৈধদের বৈধতা ও জিএসপি নীতির সংশোধন চায় বাংলাদেশ

রিমান্ডে অসুস্থ হয়ে ফের ঢামেকে সাবেক নৌপরিবহন মন্ত্রী