ই-পেপার মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ঠাঁই পেল বাংলা

আন্তর্জাতিক ডেস্ক:
০৪ নভেম্বর ২০২৪, ১৮:৪১

একদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। সেই নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি যে চারটি বিদেশি ভাষা ঠাঁই পেয়েছে, সেসবের একটির নাম বাংলা। ‍যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অব ইলেকশন্সের নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখার নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

নিউইয়র্কের প্রধান শহর নিউইয়র্ক সিটিতে আয়োজিত সেই ব্রিফিংয়ে রায়ান বলেন, “অভিবাসী ভোটারদের সুবিধার জন্য ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি ৪ টি ভাষা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব ইলেকশন্স নিউইয়র্ক শাখা। এই ভাষাগুলো হলো চীনা, স্প্যানিশ, কোরিয়ান এবং বাংলা।”

নিউইয়র্ক সিটির বিখ্যাত টাইমস স্কয়্যার এলাকার একটি দোকানে কাজ করেন শুভাশিষ, ‍যিনি ভারতের পশ্চিমবঙ্গ থেকে নিউিইয়র্কে গিয়ে স্থায়ী হয়েছেন। এনডিটিভি ওয়ার্ল্ডকে শুভাশিষ বলেন, “আমি নিজে ইংরেজি ভাষায় দক্ষ, তবে এখানে আমাদের কমিউনিটিতে এমন অনেক মানুষ আছেন, যারা বাংলাভাষার ব্যালট পেপার দেখলে স্বস্তি বোধ করবেন। ভোটকেন্দ্রে এটি তাদের জন্য সহায়ক হবে। আমি নিশ্চিত যে আমার বাবা এই ব্যাপারটি পছন্দ করবেন।”

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যটি অধিবাসী অধ্যুষিত। দেশটির মোট অভিবাসীদের একটি বড় অংশ থাকেন নিউইয়র্ক সিটিসহ এই রাজ্যের বিভিন্ন শহরে। সরকারি পরিসংখ্যান বলছে, গোটা নিউইয়র্কে ২ শতাধিক ভাষায় কথা বলেন লোকজন। এসবের মধ্যে হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, তামিলসহ বিভিন্ন ভারতীয় ভাষাও রয়েছে। কিন্তু সেসবের মধ্যে ভারতীয় ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে একমাত্র বাংলাকে।

ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মাইকেল জে রায়ান বলেন, আমি বুঝতে পারছি যে (ব্যালট পেপারের জন্য) অন্যান্য ভারতীয় ভাষাকে বাদ দিয়ে শুধু বাংলাকে বেছে নেওয়ায় অন্যান্য ভাষাভাষী ভারতীয়রা হয়ত মনোঃক্ষুন্ন হয়েছেন, কিন্তু এটা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না।

যুক্তরাষ্ট্রের ভোটার অধিকার আইন, ১৯৬৫-এর আওতায় দু’বছর আগে একটি মামলা করা হয়েছিল নিউইয়র্কের আদালতে। মামলাকারীদের দাবি ছিল, নিউইয়র্কে যেসব অঞ্চলে অভিবাসীদের সংখ্যা বেশি, সেসব অঞ্চলে ইংরেজির পাশাপাশি অন্তত একটি অভিবাসী ভাষায় ব্যালট পেপার প্রদান করা হোক। পরে নিউইয়র্কের রাজ্য প্রশাসন ও মামলাকারী— দু’পক্ষের সমঝোতার ভিত্তিতে এই চার ভাষায় ব্যালট পেপার প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। -- সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

সুইং স্টেটগুলোকে ‘টার্গেট’ ইরানি সাইবার গ্রুপের

আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরো বিশ্ব নজর রাখছে মার্কিন নির্বাচনের ওপর।

ভারতের আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার উত্তরপ্রদেশের আগ্রার কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে

আমার হোয়াইট হাউস ছেড়ে যাওয়া উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবং তারপর মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস ত্যাগের স্মৃতি

রিপাবলিকানে স্বস্তি, রেকর্ড গড়বেন ট্রাম্প?

আগামীকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরো বিশ্ব নজর রাখছে মার্কিন নির্বাচনের ওপর।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা-মাদ্রাসা শিক্ষার্থীদের ঢল

সুইং স্টেটগুলোকে ‘টার্গেট’ ইরানি সাইবার গ্রুপের

আগামীতে পাটের নাম হবে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ: সাখাওয়াত

সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন: নাহিদ ইসলাম

ভূমি অফিসের দুর্নীতি রোধে কঠোর ব্যবস্থায় সার্কুলার জারি হবে

৮ নভেম্বর থেকে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

জুলাই-আগস্টে আহত আরও ২৭ জনকে বিদেশে পাঠানো হবে

ভারতের আগ্রায় ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান

গণপিটুনিতে সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগনে রূপম নিহত

নতুন সংগঠন ঢাকা ক্লাব অব আমেরিকার যাত্রা শুরু

নিরাপত্তা ব্যবস্থার রাজনৈতিক অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে বিটিআরসি: চেয়ারম্যান

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৭

নয় শিল্প গ্রুপে রিসিভার বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক

প্রযুক্তি কাজে লাগিয়ে চিংড়ি উৎপাদন বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ঠাঁই পেল বাংলা

প্রদর্শনী বন্ধ নিয়ে প্রেস সচিবের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে

ইউরোপে অবৈধদের বৈধতা ও জিএসপি নীতির সংশোধন চায় বাংলাদেশ

রিমান্ডে অসুস্থ হয়ে ফের ঢামেকে সাবেক নৌপরিবহন মন্ত্রী

দাম্ভিকতা থেকেই কর্ণফুলী টানেল তৈরি: উপদেষ্টা ফাওজুল