
প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকদের দ্রুত উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে তিনি এ ব্যর্থতা স্বীকার করেছেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারে কর্মরত আমার সাংবাদিক বন্ধুদের সাহায্য করার জন্য আমি গত রাতে (বৃহস্পতিবার) অনেকগুলো কল পেয়েছি। এই দুই প্রতিষ্ঠানে কর্মরত বন্ধুদের কাছে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমি অনেক জায়গায় ফোনকল করেও তাদেরকে সময়মতো সাহায্য করতে ব্যর্থ হয়েছি।
তিনি আরও লিখেন, ‘ডেইলি স্টারের ছাদে আটকে থাকা সাংবাদিক বন্ধুদের উদ্ধারের পর ভোর ৫টায় আমি ঘুমািতে গিয়েছি।’
প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা নিয়ে উল্লেখ করেন, দেশের ইতিহাসে গণমাধ্যমের ওপর এই মব সন্ত্রাস একটি নৃশংস দৃষ্টান্ত হয়ে থাকবে।
সবশেষে তিনি বলেন, এমন ঘটনায় আমি কী বলে সান্ত্বনা দিবো সে ভাষা নেই আমার কাছে। একজন সাবেক সাংবাদিক হিসেবে আমি এটুকুই বলতে পারছি যে, আমি দুঃখিত এবং অত্যন্ত লজ্জিত।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর একদল বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ডেইলি স্টারের সাংবাদিক ও অফিস কর্মচারীরা অনেকে ভবনটির ছাদে অবস্থান নেয়। পরবর্তীতে রাত ৪টার পর তাদেরকে উদ্ধার করেছে সেনাবাহিনী।
আমার বার্তা/জেএইচ

