
পেপার অ্যান্ড প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণার সুফল পেতে সরাসরি রফতানিতে প্রণোদনা চান উদ্যোক্তারা। এজন্য জাতীয় বাজেটে বিশেষ নীতি-কৌশল নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদিও বর্ষপণ্য নিয়ে পরিকল্পনা জানাতে অপারগতা প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি)।
২০২৬ সালের জন্য যে পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে; সেই পণ্যের আসলে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাজারের আকার কত?
সরকারি-বেসররকারি কোন সংস্থা-সংগঠনের কাছে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও ইপিবি'র পরিসংখ্যানে রয়েছে পেপার অ্যান্ড পেপার প্রোডাক্টসের হিসাব। যেখানে এখাতের রফতানি আয় ২০২২-২৩ অর্থবছরে হয় ২২ কোটি ৯৪ লাখ ডলার, ক্রমাগত বেড়ে ২০২৪-২৫- এ দাঁড়িয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ডলারে। আর চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে এ খাতের রফতানি আয় হয়েছে ১৩ কোটি ৬৫ লাখ ডলার।
আবার গার্মেন্ট অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের বিশ্ববাজারের আকার ৭০০ বিলিয়ন ডলারের বেশি। ব্লুমবার্গের এই তথ্যের বিপরীতে বিজিএপিএমইএ'র দাবি, এ খাতে এক কোটি ডলারের প্রত্যক্ষ আর পরোক্ষ মিলিয়ে বাংলাদেশি পণ্যের রফতানি আয় মোটে সাড়ে ৭ বিলিয়ন ডলারের কম।
সম্ভাবনার এই বিশাল বাজার ধরতে বর্ষপণ্যের স্বীকৃতি পাওয়া পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যকে এগিয়ে নিতে সরাসরি রফতানিতে প্রণোদনা দেয়াসহ বিভিন্ন নীতি সহায়তা চান তৈরি পোশাক শিল্পের ব্যাকবনখ্যাত এ শিল্পের উদ্যোক্তারা।
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার বলেন, যদি প্যাকেজিং ইনস্টিটিউট, লো ফাইন্যান্স ইন্টারেস্ট, বিশ্বের বায়ারগুলো, উৎপাদনকারী ও ক্রেতা-বিক্রেতার মধ্যে মেলবন্ধন করা যায় এবং নীতি সহায়তা পাওয়া যায় তাহলে এই সেক্টর ভালো করবে।
পণ্যের মান বাড়ানো, ব্র্যান্ডিংয়ে জোর দিয়ে ক্রেতা টানতে জাতীয় বাজেটে টানা কয়েক বছর বিশেষ নীতি-কৌশল নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের।
বিআইআইএস’র গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর বলেন, পরপর তিন-চার বছর ধরে যে সমস্ত পণ্যকে আমরা বর্ষপণ্য হিসেবে ঘোষণা করবো। প্রত্যেকটার জন্য ডেডিকেটেট ফিসকেল পলিসি যেনো আমরা এখানে নিই। সহজ শর্তে কম শোধে ঋণের ব্যবস্থা করার জন্য যদি একটি তহবিল গড়ে তুলি তাহলে সেক্ষেত্রে এটা কাজ করবে।
এবারের বর্ষপণ্য সরকারের পরিকল্পনা নিয়ে জানতে ইপিবিতে কয়েক দফা যোগাযোগ করলেও কোন উত্তর মেলেনি।
আমার বার্তা/এল/এমই

