ই-পেপার শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

১২ কোটি টাকা দিতে চেয়েছিলেন হাসিনা, মাথা বিক্রি করিনি

আমার বার্তা অনলাইন
০১ নভেম্বর ২০২৪, ১০:৫৭
আপডেট  : ০১ নভেম্বর ২০২৪, ১১:০২

আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনে যাওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব পাওয়ার দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি জানান, ‘গত সরকারের আমলে শেখ হাসিনা ফোন করে আমাদের নির্বাচনে আসার জন্য অনুরোধ করেন। পরে গণভবনে গিয়ে আমাদের মাথা বা বিবেক বিক্রি করার কথা বলেন। ওষুধের কার্টনে করে ১২ কোটি টাকা নিয়ে এসেছিল।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, “যদি আমরা বিক্রি হয়ে যাই, তাহলে জনগণ হতাশ হবে এবং এই দেশে আর কিছু হবে না। তাই আমরা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে পটপরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানুষের ওপর অত্যাচার শুরু করেছে। তারা হুমকি দিচ্ছে এবং সাংবাদিকদের হয়রানি করছে, যার ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা বাণিজ্য শুরু হয়েছে। আন্দোলনরত ছাত্র-জনতা হামলার শিকার হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

নুর বলেন, “আমরা আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার দেখতে চাই না। যারা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে, তাদের সবাইকে প্রতিহত করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের বিকল্প নেই।”

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, “আগামী নির্বাচনে রাজনৈতিক জমিদারি ভেঙে ব্যক্তি কেন্দ্রিক ভোট দিতে হবে। পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচন হলে পুরোনো দলগুলোই ক্ষমতায় আসবে এবং একই চিত্র দেখতে পাবেন।”

তিনি বলেন, “আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে।”

সভায় গণঅধিকার পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, জেলা আহ্বায়ক নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলম উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে নুরুল হক নুর বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনৈতিক দল এবং নেতৃত্বের প্রয়োজন। গণপরিষদ সেই কাজ করছে। আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, শহিদুল ইসলাম ফাহিম, সহসভাপতি আবু হানিফ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আউয়াল অন্তর।

এদিকে, গতকাল বিকেলে বরগুনার আমতলীর চৌরাস্তা বাঁধঘাট এলাকায় পথসভায় বক্তব্য দিতে গিয়ে নুরুল হক নুর বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নাগরিক অধিকার কেড়ে নিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিল।”

এ সময় উপস্থিত ছিলেন আমতলী গণঅধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর রহমান, বরগুনা জেলার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব মোহাম্মদ শাকিল খান।

আমার বার্তা/জেএইচ

অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে

জাতীয় পার্টির(জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমাদের ধ্বংস করার যে ষড়যন্ত্র, সেটা ১৯৯০ সাল

কারাগারে থাকা মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

হত্যা মামলায় কারাগারে থাকা মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা দলীয় পদ থেকে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর বিএনপির শোভাযাত্রা

আগামী ৮ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে কয়েক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি, যা জানালেন সারজিস আলম

অভাব-অনটন দূর হওয়ার আমল ও দোয়া

অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে

আমি নারীর শক্তিতে বিশ্বাস করি

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা ট্রাম্পের

অ্যান্টিগায় লুইস ঝড়ে উড়ে গেলো ইংল্যান্ড

কারাগারে থাকা মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

খাল পরিষ্কার কর্মসূচি লোক দেখানো নয়: উপদেষ্টা আসিফ

ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য জেনে নিন

ধানমন্ডিতে বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা, যৌথ অভিযানে গ্রেপ্তার ১৩

দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ, নেওয়া হচ্ছে ছাদখোলা বাসে

স্বস্তি ফিরছে রাজধানীর সবজির বাজারে

পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে রোববার থেকে অভিযান

স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

১২ লাখ টাকা বেতনে কোচ হচ্ছেন সালাউদ্দিন!

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দিল্লি, চতুর্থ অবস্থানে ঢাকা

আজ থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ পলিথিন

ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ খামেনির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর বিএনপির শোভাযাত্রা

ইসরায়েলি হামলায় গাজাজুড়ে নিহত ৯৫, লেবাননে আরও ৪৫