ই-পেপার মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দুই বক্তার ‘আপত্তিকর’ শব্দচয়নের জন্য দুঃখপ্রকাশ হেফাজতের

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৫, ১৫:০৬

হেফাজতে ইসলাম আয়োজিত গত ৩ মে মহাসমাবেশে দুই বক্তার ‘আপত্তিকর’ শব্দচয়নের জন্য দুঃখপ্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (৬ মে) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, 'কোনো আপত্তিকর শব্দ হেফাজত সমর্থন করে না।'

বিবৃতিতে বলা হয়, ''আমাদের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে দুজন বক্তা আপত্তিকর শব্দচয়ন করেছেন, যা আমরা সমর্থন করি না। কেউ এতে আহত হলে তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। একইসাথে সেক্যুলার প্রগতিশীল ঘরানার যারা এতকাল আলেম-ওলামাকে বিদ্বেষমূলকভাবে ‘জঙ্গি', ‘মৌলবাদী’, ‘ধর্মব্যবসায়ী’ ও ‘সাম্প্রদায়িক’ বলে কটাক্ষ করে এসেছেন, তাদেরকেও আমরা এ ধরনের আপত্তিকর শব্দচয়ন থেকে বিরত থাকার আহ্বান জানাই। আর শাপলা চত্বরের গণহত্যায় আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে কারা উৎসাহ দিয়েছিল তা আমরা ভুলে যাইনি।''

এতে আরও বলা হয়, 'নারীর প্রতি আমাদের ঘৃণার প্রশ্নই আসে না। মতাদর্শিক লড়াইকে নারীর প্রতি ঘৃণা আকারে দেখাটা স্রেফ মূর্খতা। আমরা আবারও বলছি, যার যার ধর্মীয় বিধান অনুসারে নারীর ন্যায্য অধিকার রক্ষায় আমরাও সংস্কারকাজে সম্পৃক্ত হতে আগ্রহী। কিন্তু শুরুতেই আলেম-ওলামা ও অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞকে বাদ দিয়ে একদল এনজিওবাজ নারীবাদীকে নিয়ে নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করা হলো। যার ফলে এমন একচেটিয়া প্রতিবেদন তৈরি করা হয়েছে, যেখানে সেক্যুলার প্রগতিশীল নারীসমাজের স্বার্থ ও মতাদর্শ রক্ষিত হলেও ধর্মপ্রাণ বৃহত্তর নারীসমাজের ধর্মীয় চিন্তা ও বিবেচনা উপেক্ষিত হয়েছে। এই বৈষম্য মেনে নেয়ার সুযোগ নেই।'

বিবৃতিতে বলা হয়, ''উগ্র ইসলামবিদ্বেষী গোষ্ঠী কর্তৃক আমাদের 'নারীবিদ্বেষী' অপবাদ দেওয়ার অপরাজনীতি বহু পুরোনো। অথচ দেশজুড়ে আমাদের মহিলা কওমি মাদরাসাগুলোতে প্রতি বছর উল্লেখযোগ্য হারে ছাত্রীসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারি বরাদ্দমুক্ত এসব মাদরাসায় সমাজের হাজার হাজার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেয়েদের জন্যও বিনামূল্যে থাকা-খাওয়া, নিরাপত্তা ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এদেশের নারীদের স্বাক্ষরতার হার বৃদ্ধিতে আমাদেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে। কিন্তু কখনো আলেম-ওলামার সামাজিক অবদানের স্বীকৃতি দেওয়া হয় না। আর আমাদের এই সামাজিক ভূমিকা ও ধর্মীয় অবস্থান আধুনিক ব্যবস্থায় এদেশের নারীকে 'পণ্য' বানানোর পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অন্তরায় বলেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে একদল উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে বলে আমরা মনে করি। কিন্তু ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি আমরা মেনে নেবো না।''

প্রসঙ্গত, জনসভায় নারীকে অবমাননার অভিযোগে সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেত্রীসহ ছয় নারী। নোটিশদাতারা হলেন, এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ এবং সাংস্কৃতিক অঙ্গনের—উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া।

আমার বার্তা/এমই

রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার কমিশন নিয়ে

কিছুদিনের মধ্যেই দেশে আসবেন তারেক রহমান: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চি‌কিৎসক ও দলটির স্থায়ী কমি‌টির সদস্য ডা. এজেডএম জা‌হিদ হোসেন

সংসদীয় স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে নেওয়ার পক্ষে এনসিপি

বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বা প্রধান সংসদে থাকা বিরোধী দল থেকে বানানোর

খানিকটা অসুস্থ খালেদা জিয়া, নেতাকর্মীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দীর্ঘ যাত্রা শেষে খানিকটা অসুস্থ হয়ে পড়ছেন সাবেক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

সমতা ও মর্যাদার কর্মক্ষেত্রই টেকসই উন্নয়নের ভিত্তি: শারমীন এস. মুরশিদ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন ড. ইউনূস

জাতীয় স্বার্থে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখব: নিরাপত্তা উপদেষ্টা

পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেল ক্রিশ্চিয়ানো জুনিয়র

দুই দিনব্যাপী ট্যুরিজম এন্ড ফিল্ম ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত

নতুন বছরের উন্নয়ন বাজেট ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে

আওয়ামী লীগ নিষিদ্ধে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মের আত্মপ্রকাশ

জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তীব্র মানসিক চাপে: ইউজিসি চেয়ারম্যান

অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে লাখ টাকা ও যাত্রা খরচ দেবেন ট্রাম্প

সাইবার সুরক্ষা আইনে করা মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে

পেরুর সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির অনুমোদন উপদেষ্টা পরিষদের

সিভিল প্রসিডিউর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

ইউজিসির বাজেট বৃদ্ধির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা রোধে আহছানিয়া মিশনের ৯ সুপারিশ

বড় ধরনের সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না

চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে তেল, সাশ্রয় ২৩৬ কোটি টাকা

কিছুদিনের মধ্যেই দেশে আসবেন তারেক রহমান: ডা. জাহিদ