সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বিএনপির আছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের আয়োজনে এক মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "তারেক রহমানকে লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহার করা হচ্ছে, যা নিরপেক্ষ নির্বাচনের পথে একটি প্রতিবন্ধকতা। এই ধরনের কর্মকাণ্ডই ইঙ্গিত দেয়, দেশে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে। তবে বিএনপি এমন ষড়যন্ত্র ঠেকাতে প্রস্তুত। জনগণও এখন বুঝে গেছে, এসব ঘটনার পেছনে কারা রয়েছে।"
সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে ফারুক বলেন, "আপনি বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। কিন্তু এখনো কোনো নির্দিষ্ট তারিখ দেননি। দেরির কারণ কী, তা জনগণ জানতে চায়। গোপালগঞ্জে সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে, তা হয়তো কারণ হতে পারে। আমরা এখনো আস্থা রাখছি, আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন এই প্রত্যাশা করছি।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের জনগণ একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। সেই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের। যারা এই প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাচ্ছে, তাদের খুঁজে বের করতে হবে।"
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ অন্যান্য নেতাকর্মীরা।
আমার বার্তা/জেএইচ