সৌদিতে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. জহিরুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার (১৬ জুলাই) রিয়াদ থেকে কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জহিরুল ইসলাম বেগমগঞ্জ এখলাশপুর ৮ নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামের ইসলাম মিয়াজি বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তিন ভাই চার বোনের মধ্যে জহির মেজো। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকালে নিহতের ভাই মো. মহিন উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমার মেজো ভাই অনেক ভালো মানুষ ছিলেন। তিনি এক বছর আগে সৌদি গিয়েছেন। দেশে তার ওয়ার্কশপ ছিল। সেখানেও ওয়ার্কশপের কাজ করতেন। রিয়াদ থেকে অনেক দূরের একটি শহরে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা হয়। তারপর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে আমার ভাইয়ের মৃত্যুর খবর আমরা পাই। তার সাথে থাকা তার শ্যালক মো. তৌহিদও আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. নুর হোসেন বাবু বলেন, জহির ভাইয়ের ওয়ার্কশপের দোকান আর আমার দোকান পাশাপাশি ছিল। তিনি অনেক অমায়িক মানুষ ছিলেন। তার মুখে সব সময় হাসি থাকতো। তার স্ত্রী ও পরিবারের সবাই বাকরুদ্ধ। সবাই এখন শোকাহত।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ১ বছর আগে সৌদি পাড়ি দেন মো. জহিরুল ইসলাম। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার মৃত্যুর খবরে সবাই কান্নায় ভেঙে পড়ছেন। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।
আমার বার্তা/জেএইচ