২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশের যৌথ আয়োজনে হতে যাচ্ছে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে রেকর্ডসংখ্যক ৪৮টি দেশ। এরইমধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তাই মাঠে বসে খেলা দেখতে আগ্রহীদের জন্য টিকিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আগেভাগেই প্রকাশ করেছে ফিফা।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে টিকিট আবেদন প্রক্রিয়া, যা চলবে ২০২৬ সালের ১৯ জুলাই ফাইনাল ম্যাচ পর্যন্ত। তবে সরাসরি কেনার সুযোগ থাকবে না প্রথম ধাপে—আবেদন যাচাই করে ধাপে ধাপে বরাদ্দ করা হবে টিকিট। ফিফা তাদের নির্দিষ্ট ওয়েবসাইট (fifa.com/tickets) ব্যবহার করে আবেদন করার পরামর্শ দিয়েছে। কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে টিকিট কেনা ঝুঁকিপূর্ণ ও অবৈধ হিসেবে বিবেচিত হতে পারে।
ফিফার প্রত্যাশা, ১০৪ ম্যাচের এই টুর্নামেন্টে মাঠে উপস্থিত থাকবে প্রায় ৬৫ লাখ দর্শক। তাই আগ্রহীদের এখনই প্রস্তুতি নিতে বলেছে তারা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সফলতা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ২০২৬ বিশ্বকাপ নিয়ে বিশ্বজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা অভাবনীয়।”
টিকিট কেনার নিয়ম ও সময়সূচি
আবেদন শুরু: ১০ সেপ্টেম্বর ২০২৫
আবেদন শেষ: ১৯ জুলাই ২০২৬ (বিশ্বকাপ ফাইনাল দিন পর্যন্ত)
আবেদন লিংক: fifa.com/tickets
প্রয়োজনীয়তা: ফিফা আইডি তৈরি করে নিবন্ধন করা বাধ্যতামূলক
টিকিট পেলেও খেলা দেখার আগে অবশ্যই ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা বা মেক্সিকোতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা ও অন্যান্য কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
বিশ্বকাপ ২০২৬: টিকিট মূল্য (প্রায় বাংলাদেশি মুদ্রায়)
উদ্বোধনী ম্যাচ: $353 – $706 (৪২,৮২০ – ৮৫,৬০০ টাকা)
গ্রুপ ও নকআউট পর্ব (শেষ ৩২): $82 – $259 (৯,৯০০ – ৩১,৪০০ টাকা)
শেষ ১৬: $118 – $318 (১৪,৩০০ – ৩৮,৫০০ টাকা)
কোয়ার্টার ফাইনাল: $235 – $494 (২৮,৫০০ – ৫৯,৯০০ টাকা)
সেমিফাইনাল: $412 – $1,118 (৪৯,৯০০ – ১,৩৫,৬০০ টাকা)
ফাইনাল: $706 – $1,882 (৮৫,৬০০ – ২,২৮,৩০০ টাকা)
ভিআইপি ও হসপিটালিটি টিকিট প্যাকেজ
যুক্তরাষ্ট্র ভেন্যু সিরিজ: ৪–৯ ম্যাচের জন্য শুরু $8,275 (১০ লাখ ৩ হাজার টাকা থেকে)
যুক্তরাষ্ট্র ৪ ম্যাচ সিরিজ: $5,300 (প্রায় ৬ লাখ ৪৩ হাজার টাকা)
ফলো মাই টিম প্যাকেজ: নির্দিষ্ট দলের ম্যাচ—$6,750 (৮ লাখ ১৯ হাজার টাকা থেকে)
বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরের টিকিট পেতে হলে সময়মতো আবেদন ও যথাযথ প্রস্তুতি নিতে হবে আগ্রহীদের। কারণ, সুযোগ সীমিত—কিন্তু চাহিদা বিপুল।
আমার বার্তা/জেএইচ