
জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন শতাধিক মানুষ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরেবাংলা নগর উত্তর থানা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের সামনে শুক্রবার (২৪ অক্টোবর) এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ চিকিৎসা সেবা নেন।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মোবারক হোসাইন।
এসময় মোবারক হোসাইন বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে সব নাগরিকের চিকিৎসা সেবাসহ মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করতে। দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সারাদেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জামায়াত নেতা মোবারক আরও বলেন, দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে ধর্ম, বর্ণ, গোত্র নির্বশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। মূলত, কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতিই মানুষের দুঃখ-দুর্দশার কারণ। অধিকারহারা মানুষের অধিকারের নিশ্চয়তা দিতে দেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও গণতান্ত্রিক মূল্যবোধের নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজনে ত্যাগ স্বীকারের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
আমার বার্তা/এল/এমই

