ই-পেপার রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রতিপক্ষ যা-ই করুক, বিএনপি সংঘর্ষে যাবে না: আমীর খসরু

আমার বার্তা অনলাইন:
২৩ নভেম্বর ২০২৫, ১৫:৩০

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া দেশ ভালোর দিকে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি সবার আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বলেই রাজনৈতিক সহনশীলতা চর্চা করে যাচ্ছে এবং সাংঘর্ষিক রাজনীতি চায় না দলটি।’

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফায় আগামীর রাষ্ট্র ভাবনা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের শিক্ষা প্রায় ধ্বংস হয়ে গেছে। কর্মসংস্থানের চাহিদার সঙ্গে শিক্ষার সামঞ্জস্য নেই। সবাই ম্যাট্রিক, আইএ, বিএ, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার দিকে ছুটছে। কিন্তু দেশের ভোকেশনাল রিকোয়্যারমেন্টের দিকে কেউ মনোযোগ দিচ্ছে না।

চীনের উদাহরণ টেনে তিনি বলেন, চীনে স্কুল থেকেই ৬০ শতাংশ শিক্ষার্থী ভোকেশনাল স্কুলে যায়। তারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশিনিস্ট হয়ে বের হয় এবং দেশের অর্থনীতিকে টেনে নেয়। আমাদের দেশেও স্কিল ডেভেলপমেন্ট ছাড়া শিল্পে, আইটি সেক্টরে বা ফ্যাক্টরিতে চাকরি সৃষ্টি হবে না।

তিনি আইটি খাতকে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন।

আমীর খসরু বলেন, বিএনপির লক্ষ্য এক কোটি কর্মসংস্থান। বিএনপি ভোকেশনাল ট্রেনিং, আইটি ট্রেনিং এবং শিল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে এক কোটি কর্মসংস্থান তৈরি করতে চায়। ম্যাট্রিক, আইএ, বিএ পাস করা বিপুলসংখ্যক বেকার তরুণ-তরুণীকে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে কর্মজীবনে যুক্ত করা হবে।

কল সেন্টার শিল্পের উদাহরণ দিয়ে তিনি বলেন, পাশের দেশগুলোতে লক্ষ লক্ষ ছেলে-মেয়েরা কল সেন্টারে কাজ করছে। এই সেক্টরেও আমাদের বড় প্রোগ্রাম আছে।

এই পরিকল্পনা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; বাস্তবায়নযোগ্য কর্মসূচি বলে দাবি করেন তিনি। বলেন, জনগণ জানতে চায়— আমার জন্য কী আছে? বিএনপির কর্মসূচি সেই প্রশ্নের জবাব দিচ্ছে।

সাংঘর্ষিক রাজনীতি নয়, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, তারেক রহমান কোনো সাংঘর্ষিক রাজনীতি করতে চান না। তিনি বলেছেন— সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না। প্রতিপক্ষ যা-ই করুক, বিএনপি সংঘর্ষে যাবে না।

যত সংস্কারই করা হোক, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে দেশ ভালোর দিকে এগোবে না উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে সহনশীলতা থাকা জরুরি। মতের অমিল থাকতেই পারে, কিন্তু সম্মান দেখাতে হবে। দিনের শেষে গণতন্ত্র ছাড়া অন্য কোনো পথ নেই।

তিনি কড়া ভাষায় বলেন, “ওনারা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না। এটাই বিএনপির আগামী দিনের রাজনীতি।”

স্থিতিশীলতা ছাড়া কোনো উন্নয়ন বা কর্মসূচি সফল হবে না বলেও সতর্ক করেন তিনি। বলেন, এখন আর মেধা ছাড়া কোনো রাজনীতি চলবে না। বিএনপি নতুন প্রজন্মকে সামনে এনে নতুন এক রাজনৈতিক ধারার সূচনা করেছে।

তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, রাজনীতিকে নতুন প্রজন্মের চিন্তা, যুক্তি ও তথ্যের মানদণ্ডে নিজেদের সাজাতে হবে।

এখন স্লোগানের রাজনীতি নয়। এক্ষেত্রে তারেক রহমান যে নতুন ধারার রাজনীতি শুরু করেছেন, সেটাই বিএনপির ভবিষ্যৎ।

তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন ভেঙে পড়ার পর দেশের মানুষের মনে বিশাল পরিবর্তন এসেছে। তৈরি হয়েছে আকাশচুম্বী প্রত্যাশা। বিএনপি সেই প্রত্যাশা ধারণ করছে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছেন। আমরা এখন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি। যারা জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে পারে না, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের থাকবে না।

আমার বার্তা/এমই

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ক্ষুদে ক্রিকেটারদের মাঝে ব্যাট–বল বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে পালিত হয়েছে ক্রীড়া উপহার বিতরণ কর্মসূচি। রোববার (২৩

ভূমিদস্যুদের কাছে খাল-পরিবেশ-নির্মল বাতাস শত্রু পক্ষ: রিজভী

রাজনীতিবিদদের হাতে রাজনীতি থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার

জেনোসাইডের হুমকি জনগণ ভালোভাবে নেবে না

জামায়াতে ইসলামীর আমীরের এক বক্তব্যকে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা করবে না এনসিপি: নাহিদ ইসলাম

কোনো ধরনের ক্ষমতার জন্য, আসনের জন্য এনসিপি কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সরকারি আলিয়া মাদরাসা ৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা

আজ রাইজিং স্টারস ফাইনাল: বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান শাহিনস

চট্টগ্রামে থানা থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ক্ষুদে ক্রিকেটারদের মাঝে ব্যাট–বল বিতরণ

মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৪

সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ

আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

ভিকারুননিসার রোববারের বার্ষিক পরীক্ষা স্থগিত

ভূমিদস্যুদের কাছে খাল-পরিবেশ-নির্মল বাতাস শত্রু পক্ষ: রিজভী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো দ্বিগুণ

জেনোসাইডের হুমকি জনগণ ভালোভাবে নেবে না

ভুটানে জিটুজি ভিত্তিতে ওষুধ রফতানির প্রস্তাব দিল বাংলাদেশ

বেরোবি ও ব্রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভূমিকম্প ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য গ্যাস কূপ খনন কার্যক্রম স্থগিত

বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে

নারায়ণগঞ্জে তিতাসের পাইপলাইন ফেটে গ্যাস সংযোগ ব্যাহত

আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা করবে না এনসিপি: নাহিদ ইসলাম

প্রতিপক্ষ যা-ই করুক, বিএনপি সংঘর্ষে যাবে না: আমীর খসরু