ই-পেপার বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

শেষ ওভারে ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন সোহান

আমার বার্তা অনলাইন:
০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫১

শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ২৬ রান। কাইল মেয়ার্সের করা ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা মেরে রাইডার্সদের স্বপ্ন দেখাতে শুরু করেন নুরুল হাসান সোহান। পরের চার বলে আরো চার বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন তিনি। তাতে সমীকরণ দাঁড়ায় ১ বলে ২ রানে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রংপুরের অধিনায়ক। ৬ ম্যাচ খেলে অপরাজিতই রইল রংপুর।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। দলের হয়ে ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মেয়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি রংপুরের। ফর্মে থাকা অ্যালেক্স হেলস আজ সুবিধা করতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন তিনি। তানভির ইসলামের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে ৩ বলে করেছেন ১ রান।

শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছেন তৌফিক খান তুষার ও সাইফ হাসান। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সাইফ। ১৯ বলে ২২ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। আর তুষারের ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩৮ রান।

৬৬ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। ৩৬ বলে ৪৮ রান করে ইফতিখার সাজঘরে ফিরলে ভাঙে ৯১ রানের জুটি। আর খুশদিলের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৪৮ রান।

শেষদিকে ক্যামিওতে ঝলক দেখিয়েছেন নুরুল হাসান সোহান। প্রায় অসম্ভবকেই যেন সম্ভব করলেন তিনি। শেষ ওভারে যখন ২৬ রান দরকার তখন মেয়ার্সের করা ওভারের ৬ বলের সবকটিতেই বাউন্ডারি হাঁকিয়েছেন রংপুর অধিনায়ক। শেষ পর্যন্ত ৭ বলে অপরাজিত ৩২ রান করে দলের নিশ্চিত করে মাঠ ছেড়েছেন তিনি।

এর আগে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বরিশাল। ব্যর্থতার বৃত্ত ভেঙে আজ রানের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। উইকেটকিপার ব্যাটার হিসেবে একাদশে সুযোগ পাওয়া এই অভিজ্ঞ ব্যাটার করেছেন ৪১ রান। তার বিদায়ে ভাঙে ৮১ রানের উদ্বোধনী জুটি।

শান্ত ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তামিমও। ৩৪ বলে ৪০ রান করেছেন তিনি। এই ইনিংস খেলার পথে একটা মাইলফলকও স্পর্শ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবমিলিয়ে ৮ হাজার রান পূর্ণ করেছেন বরিশাল অধিনায়ক।

রান খরায় ভুগতে থাকা তাওহিদ হৃদয় আজ শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে ২৩ রান এসেছে তার ব্যাট থেকে। মিডল অর্ডারে সুবিধা করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ বলে ২ রান করেছেন তিনি।

তবে এদিন ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেছেন কাইল মেয়ার্স। এই ক্যারিবিয়ান পেয়েছেন ফিফটির দেখা। ১ চার ৭ ছক্কায় ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন তিনি। তাছাড়া ফাহিম আশরাফ করেছেন ৬ বলে ২০ রান।

আমার বার্তা/এমই

ফুটবল-ক্রিকেটসহ পাঁচ খেলায় আজ বাংলাদেশের ব্যস্ততম দিন

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ এক ব্যস্ততম দিন কাটছে। একই দিনে পাঁচটি ডিসিপ্লিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে

জয়ের সেঞ্চুরি, সাদমান-মুমিনুলের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দিনের শেষবেলায় বাংলাদেশ চমক দেখায়। আজ দ্বিতীয় দিনের খেলায় পুরোটা সময় তারা

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

ক্যারিয়ারের তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার মাটিতে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। সেটি ২০২২ সালের ২ এপ্রিল ডারবানে।

সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

ঢাকার সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫’ নানা আলোচনার মধ্য দিয়ে শেষ হলেও,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবক

মাদারীপুরে আ.লীগের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত

শেখ হাসিনার সর্বোচ্চ সাজা প্রত্যাশা চিফ প্রসিকিউটরের

ঢাকায় গুলিস্তানে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে আগুন

মাছ কাটা নিয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমানে প্রাণ দিল মেয়ে

দেশের নিরাপত্তা ও উন্নয়নের পরিপূরক শক্তি বাংলাদেশ আনসার ও ভিডিপি: মহাপরিচালক

যাত্রাবাড়ীতে চোর সন্দেহে মারধরের শিকার কিশোর মারা গেছে

মিরপুরে ককটেলসহ আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

গাজীপুরে বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগের ৩ নেতা আটক

সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক ও মজার মুহূর্ত

জাজিরার নাওডোবায় পুলিশের গাড়িতে হামলা, আটক ৩

লকডাউনেও অফিস-পাড়া ও ব্যাংকে স্বাভাবিক লেনদেন

শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটর তাজুলের

জিয়াউর রহমান হত্যায় হাসিনা-এরশাদ জড়িত: কর্নেল অলি

অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

জলবায়ু সংকট এখন স্বাস্থ্য সংকট: ডব্লিউএইচও'র সতর্কবার্তা

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে

শেখ হাসিনার মামলা: রায় শোনার অপেক্ষায় দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা

বিটিভি যেন কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে: মাহফুজ