আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন আসর। সে উপলক্ষ্যে আজ (শনিবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেছে সিসিডিএম। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক। এবারের আসর দিযে নতুন করে ডিপিএলে যুক্ত হয়েছে গুলশান ক্রিকেট ক্লাব এবং অগ্রণী ব্যাংক।
গুলশানের অধিনায়কের দায়িত্ব পালন করবেন যুব দলের নেতৃত্ব দেওয়া আজিজুল হাকিম তামিম। এ ছাড়া অগ্রণী ব্যাংকের অধিনায়ক মার্শাল আয়ুব। তামিম ইকবাল যথারীতি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোসাদ্দেক হোসেন সৈকত আবাহনী দলকে নেতৃত্ব দেবেন। সবশেষ বিপিএলে ক্যাপ্টেন্স ডে না হলেও আসন্ন ডিপিএলে দেখা গেল সেটি। যেখানে সবকটি দলের প্রতিনিধি জার্সি গায়ে চাপিয়ে উপস্থিত ছিলেন।
পরে ডিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী দলের অধিনায়ক সৈকত ট্রফি হাতে মঞ্চে হাজির হন। এদিকে, গতকাল ডিপিএলের প্রথম পাঁচ রাউন্ডের জন্য সূচি ঘোষণা করেছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। আগামী সোমবার উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ৬টি দল। এর মধ্যে আবাহনী লিমিটেড ও অগ্রণী ব্যাংক লড়বে মিরপুর শের-ই বাংলার মাঠে।
ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে টিভি রিভিউ সিস্টেম ও থার্ড আম্পায়ার। এ ছাড়া ম্যাচও সরাসরি সম্প্রচারিত হবে টি-স্পোর্টসে।
এর আগে ফেব্রুয়ারিতে শেষ হওয়া বিপিএলের একাদশ আসর নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও, তার অনেক কিছুই মেটেনি। টুর্নামেন্টের শুরুতে হয়নি কোনো ক্যাপ্টেন্স ডে, ফাইনালের আগেও দুই অধিনায়কের ফটোসেশন হয়েছে টিম হোটেলে। এ ছাড়া টিকিট নিয়ে নাটকীয়তা, পারিশ্রমিক বকেয়া এবং ফিক্সিংয়ের অভিযোগ মিলিয়ে বিপিএলজুড়ে ছিল বিতর্ক আর সমালোচনা।
আমার বার্তা/এমই