ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ রোববার থেকে শুরু হয়েছে তৃতীয় রাউন্ডের খেলা। ঢাকার তিন ভেন্যুতে চলছে ছয় দলের খেলা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপিতে তিন এবং চার নম্বর মাঠে নামে আবাহনী-রূপগঞ্জ টাইগার্স এবং মোহামেডান-পারটেক্স দল।
পারটেক্সকে ৭ উইকেটে হারিয়েছে হেভিওয়েট দল মোহামেডান। তামিম ইকবালের অপরাজিত ১২৫ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে ২১৮ রানের লক্ষ্য সহজেই পৌছে যায় তারা। তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ৩৫ রানে।
এদিকে নাঈম শেখের ঝোড়ো ১৭৬ রানের দিনে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড সংগ্রহ ছিল প্রাইম ব্যাংকের। স্কোরবোর্ডে জমা করেছিল ৪২২ রান। ব্রাদার্সের বিপক্ষে ১৭৩ রানের বড় জয় তুলে নিয়েছে তারা। দুর্ভাগ্য আইচ মোল্লার। ৯৬ রানে আউট হয়েছেন তিনি। আসরে আজ নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে প্রাইম ব্যাংক।
এদিকে দিনের অন্য ম্যাচে আবাহনী পেয়েছে জয়ের দেখা। রূপগঞ্জের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিংয়ে এদিন ব্যাট হাতে ৩৭ রান করেন অধিনায়ক শান্ত। এছাড়া ৬০ রান করেন মোহাম্মদ মিঠুন। রান পেয়েছেন জিসান আলম, মোসাদ্দেক হোসেন, পারভেজ হোসেন ইমনরাও।
আমার বার্তা/এমই