ই-পেপার শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩২

ফ্রান্স দলে এমবাপে, প্রথমবার ডাক পেলেন ‘বিস্ময়বালক’ দুয়ে

আমার বার্তা অনলাইন
১৪ মার্চ ২০২৫, ১৫:৫৭

অবশেষে ফ্রান্স দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। ছয় মাসের বেশি সময় পর স্কোয়াডে ফিরলেন ফরাসি এই তারকা। এদিকে, প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন পিএসজির তরুণতুর্কি দিজায়ার দুয়ে। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনালের জন্য গতকাল (বৃহস্পতিবার) দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

অক্টোবর ও নভেম্বরে নেশন্স লিগের গ্রুপ পর্বের দুই ম্যাচে কোচ দিদিয়ের দেশম ২৬ বছর বয়সী এমবাপেকে দল থেকে বাদ দিয়েছিলেন। রিয়াল মাদ্রিদের এই তারকা প্রথমে ফিটনেসের ঘাটতির কারণে বাদ পড়েছিলেন। যদিও পরবর্তীতে জানানো হয় বাদ পড়ার পেছনে এমবাপের ব্যক্তিগত কারণ দায়ী। তবে তার বাদ পড়া নিয়ে সেসময় কম আলোচনা হয়নি।

দেশম জানিয়েছেন তারকা এই স্ট্রাইকারকে ঘিরে চারিদিকে যে ধরনের আলোচনা শুরু হয়েছিল তাতে দলের সর্বোচ্চ স্বার্থের কথা বিবেচনা করেই এমবাপেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর থেকে রিয়ালের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এমবাপে। গত বছর রিয়ালের যোগ দেওয়ার পর সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত করেছেন ২৮ গোল।

অধিনায়ক হিসেবে এমবাপে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি। কয়েক সপ্তাহ আগে আমি যেটা বলেছিলাম সেটাই নিশ্চিত করে বলছি এমবাপেই দলের অধিনায়ক থাকবেন।’

এদিকে ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবেই বৈচিত্র্যময় দুয়েকে দলে নেওয়া হয়েছে বলে দেশম স্বীকার করেছেন। ১৯ বছর বয়সী এই বিস্ময়বালক মধ্য ডিসেম্বর থেকে পিএসজির হয়ে নিয়মিত মাঠে নামার সুযোগ পেয়ে ২৩ ম্যাচে করেছেন ১৭ গোল। উইঙ্গার পজিশন ছাড়াও মিডফিল্ডেও দুয়ে সমান পারদর্শী। মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগে বদলি বেঞ্চ থেকে উঠে এসে দুর্দান্ত খেলেছেন। পেনাল্টি শ্যুট-আউট থেকে তিনি প্রথম গোলটি করেছিলেন।

আগস্টে রেনে থেকে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন দুয়ে। গত বছর প্যারিস অলিম্পিকে রৌপ্যজয়ী ফরাসি অনূর্ধ্ব-২৩ দলের কোচ থিয়েরি অঁরির দলে ছিলেন দুয়ে। দেশম বলেছেন, ‘ক্লাবের হয়ে সে সবসময়ই মূল দলে খেলেন না। কিন্তু যখনই সে মাঠে নামে তখনই নিজেকে প্রমাণে ব্যস্ত রাখে। সে বয়সে এখনো তরুণ, কিন্তু সে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। আমি হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে পারতাম। কিন্তু আমি তাকে এখনই ডেকেছি। কারণ আমি মনে করি এটাই সঠিক সময়।’

তবে দল থেকে বাদ পড়েছেন এন’গোলো কান্তে। সৌদি আরবের পেশাদার লিগে খেলা তারকা এই মিডফিল্ডার পেশীর ইনজুরিতে ভুগছেন বলে দেশম জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে ফ্রান্স। ২৩ মার্চ ফিরতি লেগে স্তাদে দি ফ্রান্সে দ্বিতীয় লেগে ক্রোয়েটদের আতিথ্য দেবে।

আমার বার্তা/জেএইচ

চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত

টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছে ভারত, এর মধ্যে দুটিতেই তারা শিরোপা উৎসব করেছে। ২০২৩

পেনাল্টি মিস, টাইব্রেকার আর নাটকীয়তা শেষে কোয়ার্টারে রিয়াল

ম্যাচ শেষ। অ্যাতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিতানো স্টেডিয়ামে মন ভার জড়ো হওয়া দর্শকদের। রিয়ালের কাছে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্যারিয়েইড

আইসিসি মানেই ভারতীয় ক্রিকেট বোর্ড এর সমাধান দরকার

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হয়েছে দুই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌগাছায় কৃষক হয়রানির প্রতিবাদে মানববন্ধন

কয়রায় জামায়াতের ইফাতার ও দোয়া মাহফিল

পাইকগাছায় লবণ পানি উত্তোলন ও বন্ধের দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি

ঝিনাইগাতী মহিলা আ.লীগ নেত্রী রূপালি গ্রেপ্তার

বাঘাছড়িতে টাকা নিয় দ্বন্দের জেরে ছুড়িঘাতে আহত ১

রাঙামাটিতে বিজিবি’র অভিযান, ১১ রাউন্ড তাজা এ্যামুনেশন উদ্ধার

পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতিকে সংবর্ধণা

গুরুদাসপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৫

ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আছিয়ার খুনিদের শাস্তির দাবি ইনসানিয়াত বিপ্লবের

নিরাপদ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এই সংকটের প্রধান সমাধান

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

বাংলাদেশে ভাঙার জন্য আনা জাহাজে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

রমজানে প্লাস্টিক-কাগজের পণ্যের চাহিদা বাড়ছে সৌদি আরবে

জালিয়াতি করে বোনকে সম্পত্তি দিতে চেয়েছিলেন টিউলিপ, অভিযোগ দুদকের

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

১৫ জুলাই ঢাবিতে হামলায় শতাধিক ছাত্রলীগকর্মী চিহ্নিত, ৭০ শিক্ষকের বিরুদ্ধে উসকানির অভিযোগ

রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ

আছিয়া: একটি নিষ্পাপ প্রাণের করুণ পরিণতি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত