ই-পেপার বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩৩

পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই: অজিঙ্কা রাহানে

আমার বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৪

পাকিস্তান কি টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে? পাকিস্তান তাদের বিশ্বকাপ দল ঘোষণার পরও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ভারতের ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে অবশ্য নিশ্চিত, পাকিস্তান বিশ্বকাপে খেলবেই। অন্যদিকে ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে মনে করেন, বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, তা জানা যাবে আগামীকাল অথবা আগামী সোমবার। গত ২৬ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন পিসিবির প্রধান মহসিন নাকভি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।

হার্শা ভোগলে মনে করেন, পাকিস্তান শুধু কোলাহল সৃষ্টির জন্যই বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করছে। ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজে হার্শা বলেছেন, ‘পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে। অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়। তারা বিশ্বকাপ খেলবে।’

হার্শা যোগ করেন, ‘এটা ক্লাব ক্রিকেট না যে ওরা বলবে, ম্যানেজার আসেনি—তাই খেলব না, ওয়াকওভার দেব। এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না, আমরা ভারতের বিপক্ষে খেলব না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে এর বিশাল প্রভাব পড়বে।’

ভারত–পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচগুলোর একটি। এই ম্যাচে দর্শক থেকে স্পনসর—সবার আগ্রহই বেশি থাকে। বিশ্বকাপে এই ম্যাচটি না হলে আইসিসির আয় কমে যাবে বলেও ধারণা করা হচ্ছে। হার্শা অবশ্য বলছেন, পাকিস্তান বিশ্বকাপে না এলে কেউ তাদের অনুরোধ করবে না, ‘পাকিস্তানও জানে তারা বিশ্বকাপে খেলবে। তারা এমনিতেই কোলাহল করছে। আমার মনে হয় পাকিস্তানও জানে, তারা যদি বলে বিশ্বকাপ খেলব না, তাহলে বলা হবে—এসো না। কেউ তাদের গিয়ে বলবে না, আসো আসো।’

একই অনুষ্ঠানে রাহানে এর আগে বলেন, ‘আমার মনে হয় পাকিস্তান না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।’

পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের কথা এসেছে মূলত বাংলাদেশ দলকে কেন্দ্র করে। ভারতে নিরাপত্তাশঙ্কায় বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে গত ৪ জানুয়ারি আইসিসিকে ভেন্যু বদলের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ জানুয়ারি বোর্ড সভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। বাংলাদেশ তাতে রাজি না হওয়ায় তাদের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা বিসিবিকে জানায় আইসিসি।

এ বিষয়ে পিসিবির প্রধান নাকভি ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করেন। এরপর শুক্র বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা জানান।

আমার বার্তা/জেইচ

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

অধারাবাহিক পারফরম্যান্স ও কোচ জাবি আলোনসোর বিদায়ের ঘোর কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল রিয়াল মাদ্রিদের।

বিসিসিআইয়ের চাপের কাছে নতি স্বীকার না করায় বাংলাদেশকে মূল্য দিতে হলো

আন্তর্জাতিক ক্রিকেটে ক্ষমতার রাজনীতি নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে

ক্রিকেটারদের না পাঠালেও শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচগুলো ছিল ভারতে। আইপিএলে মুস্তাফিজকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পর বাংলাদেশ

অবস্থা বুঝে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেবে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান এখনো স্পষ্ট করেনি পাকিস্তান। ‘সি’ গ্রুপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড জায়গা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ করা একটি ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল

জামায়াত নেতা নিহতের ঘটনায় ঝিনাইগাতীতে থমথমে পরিস্থিতি

হ্যাকারদের রুখতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

সময় ফুরিয়ে আসছে: ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

দীর্ঘদিন পর মানুষ নিরাপদে ভোট দিতে পারবে: ব্যারিস্টার খোকন

জামায়াত নেতার সুরতহাল সম্পন্ন, মাথা-কপালে-নাকে আঘাতের চিহ্ন

রুমিন ফারহানার পক্ষে নির্বাচন: ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

আপনার ভোট বড় আমানত, সেটা আমাকে দেবেন: ফখরুল

সাংবাদিকদের কার্ড জটিলতা: রোববারের মধ্যে সমাধানে ইসিকে আলটিমেটাম

নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে না: জামায়াত আমির

২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, মাদ্রাসা ময়দানে ব্যাপক জনসমাগম

স্কিলড মাইগ্রেশন ছাড়া ভবিষ্যৎ রেমিট্যান্স কি টেকসই?

শালীর সঙ্গে প্রেম, পরে অন্যত্র বিয়ে: ক্ষোভে শালীর স্বামীকে ডেকে খুন

ডেটা সুরক্ষার মাধ্যমে নতুন ডিজিটাল অবকাঠামো গড়ছে সরকার

শেরপুরের সহিংসতায় উদ্বেগ, দুইপক্ষকে শান্ত থাকার আহ্বান সরকারের

পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই: অজিঙ্কা রাহানে

রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রধান উপদেষ্টা

রাজশাহীর ৬ আসনে লড়াই জমেছে বিএনপি-জামায়াতে

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভাঙল সব রেকর্ড