লক্ষ্মীপুরের রামগতি এলাকার হাজীগঞ্জ বাজারের সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মারুফ ভূইয়া (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।সে নোয়াখালী সরকারি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
মারুফ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকার জালালউদ্দিনের ছেলে ।
আজ বুধবার (৬ নভেম্বর) রাত সোয়া ১২ টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি নোমান জানান, আজ রাতের দিকে নোমান হাজীগঞ্জ বাজারের মেইন রোডে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান নোমান আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/এম রানা/জেএইচ