রাজধানীর শাহবাগের বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে চলছে বিশেষ মুদ্রা প্রদর্শনী। ‘ঢাকা নিউমিস শো ২০২৫’ নামের প্রদর্শনীটির আয়োজক শৌখিন সংগ্রাহকদের সংগঠন ‘ওল্ড ঢাকা কালেক্টরস সোসাইটি’ (ওডিসিএস)।
দেশের নানা প্রান্তের মুদ্রাসংগ্রাহক ও গবেষকেরা দুষ্প্রাপ্য ধাতব ও কাগজি মুদ্রার পাশাপাশি মুদ্রাব্যবস্থার উদ্ভব ও ক্রমবিকাশের বিভিন্ন নিদর্শন নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন। শতাধিক সুসজ্জিত ফ্রেমে উপস্থাপন করা হয়েছে মুদ্রাব্যবস্থা প্রচলনের আগে ব্যবহৃত কড়ি, প্রাচীন মুদ্রা, সুলতানি ও মোগল আমলের মুদ্রা, ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলের মুদ্রাসহ বাংলাদেশের মুদ্রাও।
এ ছাড়া বিশ্বমানচিত্র থেকে হারিয়ে যাওয়া দেশ বা জনপদের মুদ্রাসহ টোকেন, চেক, প্রাইজবন্ড, সঞ্চয়পত্র, এমনকি ক্রেডিট কার্ডও দেখা মিলল প্রদর্শনী গ্যালারিতে। তিন দিনের আয়োজনটি চলবে রোববার ২০ এপ্রিল পর্যন্ত।
আমার বার্তা/এল/এমই