গাজীপুরের টঙ্গীতে মালিহা আক্তার (৬) ও মো. আবদুল্লাহ ইবনে ওমর (৪) নামের দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আটক মা আলেয়া বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আলেয়া বেগম তাঁর দুই সন্তানকে কুপিয়ে হত্যার কথা আমাদের কাছে স্বীকার করেছেন এবং তাঁর আদালতে স্বীকারোক্তি দেওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান, তাহলে রিমান্ডের আবেদন করা হতে পারে।’
টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় এই দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাখা একটি বঁটি উদ্ধার করা হয়।
নিহত মালিহা আক্তার ও আবদুল্লাহ ইবনে ওমরের বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বাতেন মিয়া।
শুক্রবার সন্ধ্যায় শিশু দুটির লাশ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে মা আলেয়া বেগমকে আটক করে পুলিশ। পরদিন শনিবার ওই ঘটনায় নিহত শিশু দুটির বাবা বাতেন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করেছেন।
আমার বার্তা/এল/এমই