ই-পেপার সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

যে নারী সাহাবিকে ঈমানদার বলে ঘোষণা দিয়েছিলেন মহানবী (সা.)

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৫, ১০:৩৫

উম্মুল ফাদল লুবাবা আল কুবরা (রা.)। তিনি রাসূল সা.-এর চাচা আব্বাস ইবনে আবদিল মুত্তালিব (রা.) এর স্ত্রী ছিলেন। সম্পর্কে তিনি রাসূল সা.-এর চাচী ছিলেন।

উম্মুল ফাদলের অনেকগুলো সহোদর, বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ভাই-বোন ছিলেন। তাদের অনেকেই বিভিন্ন দিক থেকে ইতিহাস খ্যাত হয়ে আছেন। যেমন, মায়মূনা বিনতে আল হারিস তার সহোদর বোন রাসূল সা.-এর সহধর্মিনী ছিলেন।

মক্কায় প্রথম দিকে তিনি ইসলাম গ্রহণ করেন। কিন্তু অনেক দিন তিনি ও তাঁর স্বামী আব্বাস রা. ইসলাম গ্রহণের কথা গোপন রাখেন। একেবারে শেষের দিকে তিনি ও আব্বাস রা. মদিনায় হিজরত করেন।

তার ছেলে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. পরবর্তীতে সূরা নিসার ৭৫ নম্বর আয়াত তিলাওয়াত করে বললেতন, এ আয়াতে যে দুর্বল নারী ও শিশুদের পক্ষে যুদ্ধ করতে বলা হয়েছে, আমি ও আমার মা সেই নারী ও শিশু। আয়াতটির মর্ম হলো এরূপ—

আর তোমাদের কি হলো যে, তোমরা আল্লাহর পথে লড়াই করছো না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে, যারা বলে হে আমাদের পালনকর্তা! আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো, এখানকার অধিবাসীরা যে অত্যাচারী।

এর মাধ্যমে বুঝা যায়, তারা অনেক আগে ইসলাম গ্রহণ করেছিলেন এবং হিজরতে অক্ষম ছিলেন।

রাসূল সা. উম্মুল ফাদলসহ তাঁর অন্য বোনদেরকে ঈমানদার বলে ঘোষণা করেছেন। একবার রাসূল সা.-এর সামনে মায়মূনা, উম্মুল ফাদল, লুবাবা সুগরা, হুযাইলা, আযযা, আসমা ও সালমা—এই বোনদের নাম আলোচনা করা হলো। রাসূল সা. বললেন, এই সকল বোন মুমিনা বা ঈমানদার।

রাসূল সা.-এর জীবনের কিছু কিছু ঘটনার মাধ্যমে বুঝা যায়, তিনি তার চাচী উম্মুল ফাদলকে অনেক শ্রদ্ধা ও সম্মান করতেন, গুরুত্ব দিতেন এবং ভালোবাসতেন। চাচীও মুহাম্মদ সা.-কে অনেক স্নেহ করতেন।

রাসূল সা. প্রায় সময় চাচীকে দেখার জন্য তার বাড়িতে যেতেন এবং দুপুরে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। কিছু বর্ণনামতে, রাসূল সা. নবুয়ত লাভের পর একমাত্র উম্মুল ফাদল ছাড়া অন্য কোনো নারীর কোলে মাথা রাখেননি এবং তা রাখার তার জন্য বৈধও ছিল না। উম্মুল ফাদল রাসূল সা.-এর মাথা নিজের কোলের ওপর রেখে মাথা সাফ করে দিতেন এবং চোখে সুরমা লাগিয়ে দিতেন।

বিদায় হজে রাসূল সা.-এর সঙ্গে হজ করেন উম্মুল ফাদল রা.। আরাফাতে আবস্থানের দিন রাসূল সা. রোজা রেখেছিলেন কিনা তা নিয়ে সাহাবিরা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়ে যান। এক পর্যায়ে তারা নিজেদের দ্বিধার কথা উম্মুল ফাদলের কাছে প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি রাসূল সা.-এর সামনে এক পেয়ালা দুধ রাখেন। তিনি তা পান করেন। এতে সবার দ্বিধা-সংশয় দূর হয়ে যায়।

হজরত উম্মুল ফাদল একদিন রাসূল সা.-এর কাছে বললেন, আমি স্বপ্নে দেখেছি যে, আপনার দেহের একটি অংশ আমার ঘরে আছে। রাসূল সা. বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমার মেয়ে ফাতিমার একটি পুত্র সন্তান হবে এবং আপনি তাকে দুধ পান করাবেন। এভাবে আপনি তার তত্ত্বাবধায়ক হবেন।

ভবিষ্যদ্বাণী অনুযায়ী হজরত ফাতিমা হজরত হুসাইন রা.-কে জন্ম দেন এবং উম্মুল ফাদল তাকে দুধ পান করান।

উম্মুল ফাদল রাসূল সা.-এর ৩০ টি হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটি মাত্র হাদিস মুত্তাফক আলাইহি। একটি ইমাম বুখারি এবং তিনটি ইমাম মুসলিম এককভাবে বর্ণনা করেছেন। উম্মুল ফাদল থেকে যারা হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন, আব্দুল্লাহ, তাম্মাম, আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে হারিস, উমাইর কুরাইব ও ফাবুস।

তিনি একজন উঁচু স্তরের আবিদা এবং নির্মোহ নারী ছিলেন। প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস ছিল তার। তাঁর সুযোগ্য ছেলে মহান সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. একথা বলেছেন। তৃতীয় খলিফা হজরত উসমান রা.-এর সময়কালে তিনি ইন্তেকাল করেন। তখনও তার স্বামী আব্বাস রা. জীবিত ছিলেন। তার জানাজা পড়ান হজরত উসমান রা.।

(আসহাবে রাসূলৈর জীবনকথা, ৬ষ্ঠ খন্ড)

আমার বার্তা/জেএইচ

ইসলামের দৃষ্টিতে ব্যর্থতায় মানুষের আটকে থাকার কারণ

মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য হলো, মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তাঁর ইবাদতের মাধ্যমে তাঁর

হজযাত্রীদের সেবায় চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার: থাকবে অ্যাপ

হজযাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা দিতে দেশে ও মক্কা-মদিনায় ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ স্থাপন করা হচ্ছে।

সূরা কাহাফে হজরত মুসা ও খিজির (আ.) এর ঘটনা

রাসূলুল্লাহ (সা.) বলেন, একদিন হজরত মূসা (আ.) বনী ইসরাঈলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময়

অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কি?

অজু ছাড়া কোরআন স্পর্শ করা নাজায়েজ। যে গ্রন্থের অধিকাংশ লেখাই কোরআনের আয়াত তা স্পর্শ করার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ২ হাজার বছরের পুরোনো: ঢাবি উপাচার্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বেশি হারে ফোর্স নেওয়ার অনুরোধ

কিছু বিষয় অনিশ্চিত হয়ে পড়েছে, সমাধানে দরকার রাজনৈতিক ঐক্য

সংস্কার না করে কোনো নির্বাচনেই ভালো ফল পাওয়া যাবে না

জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময় বাড়লো দুই মাস

বিজিবির কড়া প্রতিবাদ, ছিনিয়ে নেওয়া ৩ নৌকা ফিরিয়ে দিলো বিএসএফ

বিজয়ের কীর্তির দিনে জয় পেল আবাহনী ও মোহামেডান

দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে: জিএম কাদের

‘এনটিআরসিএ’র নিয়োগ সংক্রান্ত জটিলতার দ্রুত সামাধান চান নিবন্ধনধারীরা

দেশের রিজার্ভ বেড়ে দাঁড়ালো পৌনে ২৭ বিলিয়ন ডলারে

শ্রমিক আন্দোলনের মধ্যে পড়ে পেট্রোল বোমায় নারী দগ্ধ, জাতীয় বার্নে ভর্তি

প্রধান উপদেষ্টার হাতে স্থানীয় সরকার সংস্কারের চূড়ান্ত প্রতিবেদন

ট্রাম্পের শুল্কযুদ্ধে চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেল বোয়িংয়ের উড়োজাহাজ

রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি: নেপালের রাষ্ট্রদূত

যাত্রাবাড়ীতে মোবাইল চালাতে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

৮২৯৪ রাজনৈতিক মামলা প্রত্যাহার, আবেদন করা যাবে আইন মন্ত্রণালয়ে

মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে

কাইয়ুম চৌধুরী বহিষ্কার, বারডেমের নতুন মহাপরিচালক মির্জা এম হাসান

ইনস্টাগ্রামে রিলস শেয়ার করার নতুন উপায়