নাটোরের লালপুরে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মসজিদ উদ্বোধনের ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন, নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন, লালপুর মডেল মসজিদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম)প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্প পরিচালক মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আফছার উদ্দিন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) ছাদেক আহমদ, যুগ্ম সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাজ্জাদুল হাসান প্রমুখ।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতি ব্যক্তি, প্রতিষ্ঠান প্রধান, ছাত্র প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।