ময়মনসিংহের গফরগাঁওয়ে পৃথক ঘটনায় একদিনে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) পৃথক পৃথক সময়ে এই নিহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শিলাসী কড়ইতলা আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা মো. ইমরান (৩২) এবং একই উপজেলার লংগাইর ইউনিয়নের গুলাবাড়ি গ্রামের দুলাল মিয়া (৭০)।
জানা যায়, মঙ্গলবার বিকেলে গফরগাঁও পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের শিলাসী কড়ইতলা আশ্রয়ণ প্রকল্প এলাকায় স্থানীয় যুবক সানীসহ তিন মাদকসেবী মোটরসাইকেলে বসে ইয়াবা সেবন এবং উচ্চস্বরে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। বিষয়টি দেখে নিহত ইমরান প্রতিবাদ করে বলে রোজার দিন এসব কাজ ভালো না। এসময় সানী ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে রড বের করে ইমরানের পথরোধ করে। এরপর তারা ইমরানের কাছে ৭০০ টাকা পাওনা দাবি করলে তাদের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে এলোপাথাড়ি পিটিয়ে ইমরানকে জখম করে। এসময় ঘটনাটি দেখে এলাকাবাসি এগিয়ে এলে মাদকসেবীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যান।
পরে এলাকাবাসী উদ্ধার করে ইমরানকে রিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে সানী ও তার লোকজন হাসপাতাল গেটের সামনে তাদের ওপর আবার হামলা করে মারধর করে হাসপাতালে চিকিৎসা দিতে বাঁধা দেয়। এরপর ইমরানের পরিবারের লোকজন মাইক্রোবাসযোগে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৬টার দিকে হাসপাতালে কাছাকাছি এলাকায় ইমরান মারা যান।
নিহত ইমরানের বোন চম্পা, ভাগ্নে মুন্না ও তুহীন জানায়, হাসপাতাল গেইটে আবার হামলা করে মারধর না করলে এবং হাসপাতালে চিকিৎসা দিতে বাধা না দিলে হয়ত ইমরান বেঁচে যেত। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।
খবরের সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অপরদিকে, গত ৫ মার্চ উপজেলার লংগাইর ইউনিয়নের গুলাবাড়ি এলাকায় খাদের মাছ ধরাকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় গুরুতর আহত দুলাল মিয়া (৭০) মঙ্গলবার (১১ মার্চ) সকালে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত দুলালের ছেলে শেখ সাদি বলেন, সন্ত্রাসীরা আমার আব্বাকে মেরে ফেলেছে। এখন তারা আমাদের পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। তাদের ভয়ে আমরা আইনের আশ্রয় নিতে পারছি না।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, দুলাল নিহতের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আমার বার্তা/জেএইচ