পঞ্চগড়ে জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে এক পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা শহরের পূর্ব জালাসী এলাকায় মের্সাস পঞ্চগড় ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এএসএম মাসুম-উদ-দৌলা।
অভিযানে ফিলিং স্টেশনের তেল পরিমাপক যন্ত্র পরীক্ষা করে কারচুপির প্রমাণ পাওয়া যায়। দীর্ঘদিন ধরে যানবাহন মালিকদের কম পরিমাণে তেল দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পরিমাপে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা পাম্পের ম্যানেজার জুবায়ের হাসান ঘটনাস্থলেই পরিশোধ করেন।
অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সোলেমান আলী ও পঞ্চগড় আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। এএসএম মাসুম-উদ-দৌলা জানান, গ্রাহক স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিত চলবে।
আমার বার্তা/ইকবাল বাহার/এমই