নরসিংদীর বেলাবতে দুই কাভার্ডভ্যান ও ইছার মাথা (ট্রাক্টর) মুখোমুখি সংঘর্ষ, ২ জন আহত হয়েছে।
আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দিকে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে এ সংঘর্ষ ঘটে। এতে ২ জন আহত হয়েছে বলে জানা যায়। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আশা মাল বোঝাই একটি কাভার্ডভ্যান মহাসড়কের
নারায়ণপুর বাসষ্ঠন্ডে পৌঁছলে নারায়ণপুর বাজার রোড থেকে ইট বোঝাই ইছার মাথা(ট্রাক্টর) নারায়ণপুর বাসষ্ঠন্ড আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমো.সাহাবুরমুচড়ে যায়।এতে আহত হয় দুই জন।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো.সাহাবুর রহমান জানান, কাভার্ডভ্যানের আহত দুই জনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং কাভার্ডভ্যান আটক করা হয়েছে।পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।