নীলফামারী সদর হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা:আবু আল হাজ্জাজ পরিকল্পিতভাবে আওয়ামীলীগের পূর্ণবাসনের অপচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন করেছে বৈষ্ণম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী ও বিভিন্ন স্তরের লোকজন।
বৃহস্পতিবার দুপুরের দিকে ওই হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর,যুগ্ন আহবায়ক সাইদুজ্জামান বাবু রতন সরকার বোরহান আহমেদ, সৈয়দ গোলাম আযম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ।এছাড়াওউপস্থিত ছিলেন ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি আখতারুজ্জামান খান সহ বিভিন্ন পেশার লোকজন।
মানববন্ধনে বক্তারা বলেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছিলেন তারাও সঠিকভাবে এই হাসপাতাল থেকে চিকিৎসা পায়নি।
এছাড়া ডাক্তার আবু আল হাজ্জাজ পরিকল্পিতভাবে আওয়ামী লীগের পূর্ণবাসনের চেষ্টা চালাচ্ছেন।
তিনি আরো বলেন আওয়ামী লীগের দোসরদের সাথে হাত মিলিয়ে নানারকম টেন্ডার বাজি করিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেছেন। এছাড়া সাধারণ জনগণ সঠিকভাবে চিকিৎসা সেবা সহ ওষুধ পাতি ঠিকমতো পাইতেছে না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই তত্ত্বাবধায়ক কে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার নেয়া না হলে আমরা কঠোর কর্মসূচি করতে বাধ্য হব।
তত্ত্বাবধায়ক ডাক্তার আবু আল হাজ্জাজকে মানববন্ধনের বিষয় নিয়ে জানতে চাওয়া হলে সাংবাদিকদের তিনি বলেন, কোন অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষের কাছে জমা দিতে, কর্তৃপক্ষ যা ব্যবস্থা নিবে তাই করিবো।