কুমিল্লার মুরাদনগর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় প্রথম দিনে ৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিতব্য এসএসসি/ সমমান পরীক্ষায় মোট ১৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার ৫ হাজার ৮১৪ জনের মধ্যে ৮৫ জন, দাখিল পরীক্ষার ১ হাজার ৩৬৮ জনের মধ্যে ৬৩ জন ও ভোকেশনাল পরীক্ষার ৩২৪ জনের মধ্যে ৫ জন অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ।
জানা যায়, প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।তাছাড়া উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার বলেন, শিক্ষার্থীরা নির্বিঘ্নে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। নানা কারণে প্রথম দিনের পরীক্ষায় মোট ১৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।