গাজীপুরের শ্রীপুরে অনলাইন ভিত্তিক ক্যাসিনোর আসরে পুলিশের অভিযানে আটক হয়েছেন ৭ জুয়াড়ি। এসময় পুলিশের ওপর হামলায় ৬ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৭ জন।
রোববার (১৩ এপ্রিল) রাত ৯টা থেকে দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত শ্রীপুর ও গাজীপুর সদরের সীমান্ত লাগোয়া বেতঝুড়ি ও পোড়ান বাজার এলাকায় এ অভিযান চলে। গাজীপুরের জয়দেবপুর থানা ও শ্রীপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃতরা হলেন, শ্রীপুরের বেতঝুড়ি গ্রামের খয়বর আলীর ছেলে মোশাররফ হোসেন (৩১), মফিজ উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৩২), মো. আব্দুল লতিফের ছেলে আবুবকর সিদ্দিক (১৯), মফিজ উদ্দিনের ছেলে মো. আব্দুল রুহুল (৫২), সাদির মিয়ার ছেলে মো. সোহেল রানা (২৮), দিনাজপুর জেলার হাকিমপুর থানার মহেরাপাড়া গ্রামের হামিদুল ইসলমামের ছেলে নাজমুল হোসেন (২৭) ও ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকার মো. সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩৪)।
অপরদিকে, আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই তাজুল ইসলাম, এএসআই এমরান উদ্দিন, এএসআই রাকিবুল ইসলাম, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই রিয়াদ হোসেন ও এএসআই ফিরুজ হোসেন। তারা সবাই জয়দেবপুর থানায় কর্মরত। এছাড়া হামলায় আহত হয়েছে পুলিশকে বহনকারী লেগুনা চালক আবুল কালাম। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযান সম্পর্কে জয়বেদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে পোড়ান বাজার এলাকায় ক্যাসিনো ‘গডফাদার’ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত অনলাইনভিত্তিক ক্যাসিনো খেলার আসর বসায়। এরপর রোববার রাত ৯টায় সেখানে অভিযান চালানো হয়। প্রথমে সাদা পোশাকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্যাসিনো খেলা অবস্থায় আসামিদের দেখতে পায়। এরপর সেখানে অভিযান শুরু হয়। এ সময় হঠাৎ জুয়াড়িরা পুলিশকে ব্যারিকেড দিয়ে হামলা চালায়। হামলায় পুলিশ সদস্যরা আহত হন। পরে জয়দেবপুর থানা ও শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ও জুয়াড়িদের আটক করে। তিনি বলেন, অভিযানে হামলা চালিয়ে অভিযুক্তরা তাদের আলামত সরিয়ে নেওয়ার চেষ্টা করে।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আখতার বলেন, জয়দেবপুর থানা পুলিশ অভিযান চালায় । পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিতে হয়েছে।
জয়বেদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রীপুর থানা ও জয়দেবপুর থানা পুলিম যৌথভাবে ওই অভিযান চালায় । আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমার বার্তা/জেএইচ