ই-পেপার বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

মুজিব শতবর্ষে বিসিবি থেকে সরানো হয়েছে ১৯ কোটি

আমার বার্তা অনলাইন:
১৫ এপ্রিল ২০২৫, ১৬:৫৬

২০২০-২১ সালে ‘মুজিব বর্ষে’র আয়োজন হিসেবে নানা ফেডারেশন নানা ধরনের অনুষ্ঠান করেছে। বিসিবিও ব্যতিক্রম ছিল না। এখানেও অনুষ্ঠান হয়েছে। তবে আয়োজনের নামে বিপুল অর্থ লোপাট হয়েছে এখানে, অভিযোগ দুদকের।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় বিসিবিতে এসে হাজির হন দুদকের কর্মকর্তারা। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তাদের অভিযান। কী অভিযোগের ভিত্তিতে এ অভিযান, তা দুই সহকারী পরিচালক আল আমিন ও মাহমুদুল হাসান পরিষ্কার করেন অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে।

তখনই উঠে আসে মুজিব শতবর্ষে হয়ে যাওয়া এ জালিয়াতির খবর। সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ১৯ কোটি টাকা সরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও আভাস দেন তিনি।

তার কথা, ‘মুজিব ১০০ প্রোগ্রামে যে ব্যয় দেখানো হয়েছে, তাতে একটা অ্যানোমলি আছে। কনসার্টসহ যে আয়োজনটা হয়েছিল, সেখানে ২৫ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। সেখানে আসলে খরচ হয়েছে ৭ কোটি টাকা। এখানে প্রায় ১৯ কোটি টাকা খরচ দেখানো হয়নি, না দেখিয়ে সরিয়ে ফেলা হয়েছে। ফিন্যান্স ডিপার্টমেন্টের কাছে আমরা ডকুমেন্টগুলো চেয়েছি। টিকিট বিক্রি বাবদ দুই কোটি টাকা আয় হয়েছে, এই দুই কোটি টাকাও আয়ে দেখানো হয়নি। আত্মসাতের ইস্যুটা যেটা, সেখানে অঙ্কটা আরও বাড়তে পারে। বরাদ্দ ছিল ১৫ কোটি, খরচ দেখানো হয়েছে ২৫ কোটি, আর খরচ আসলে হয়েছে মোটে ৭ কোটি।’

শুধু মুজিব শতবর্ষে নয়, আরও অনেক খাতে জালিয়াতির আলামত খুঁজছে দুদক। এছাড়াও বিপিএলের টিকিট বিক্রির বিষয়টিও সে আওতায় পড়ে। দুদক সহকারী পরিচালক আল আমিন বলেন, ‘আরেকটা বিষয় আমরা দেখেছি টিকিট সেলিংয়ের ব্যাপারে। আমরা দেখেছি যে তৃতীয় আসর থেকে দশম আসর পর্যন্ত ৮ আসরে আয় দেখানো হয়েছে ১৫ কোটি টাকা। সেখানে গেল বার এক আসরেই আয় হয়েছে ১৫ কোটি টাকা। এবার যখন বিসিবি বলল যে আমরা নিজেরাই টিকিট বিক্রি করব, তখন আয়টা বেড়ে দাঁড়াল ১৩ কোটি টাকা। ৮ বছরে ১৫ কোটি আর এক বছরে ১৩ কোটি, কীভাবে এত বড় অ্যানোমলি হয়, সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, তা পর্যালোচনা করে দেখব আমরা।’

এছাড়াও তৃতীয় বিভাগের দল নির্বাচনের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ আছে। সে বিষয়ে সহকারী পরিচালক আল আমিন বলেন, ‘২০২৩ সালসহ বিগত বছরগুলোয় কীভাবে দল নির্বাচন হয়েছে, তা এখানে এসে আমরা দেখেছি। আগে দল বাছাইপর্বে খেলানোর জন্য ফি ছিল ৫ লাখ টাকা। তখন ২ কিংবা ৩টা দল খেলত টুর্নামেন্টে। তা থেকেই তারা বাছাই করল দুই বা একটা দল। এ বছর ফি ১ লাখ টাকা করে দেওয়ার পর ৬০টা ক্লাব আবেদন করল। আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি, কেন আগে বেশি দল নাম লেখাতে পারেনি, এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কি না, বোর্ডের কোনো প্রভাব ছিল কি না, এই তৃতীয় বিভাগ বাছাইপর্বে, কিছু ক্রাইটেরিয়াও ছিল যা পাড়া মহল্লার দলগুলোর মিট আপ করা সম্ভবও ছিল না। এটা আমরা যাচাই বাছাই করে দেখব।’

আমার বার্তা/এমই

বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা বিসিবির

আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল। তিন ওয়ানডে এবং তিন

বিপিএলে টিকিট বিক্রিসহ বিভিন্ন দুর্নীতি : বিসিবিতে দুদকের অভিযান

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)

আইসিসির বড় দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলি

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পেলেন আইসিসির বড় দায়িত্ব। ফের একবার আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির

সিলেটে পুরো টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশের অনুশীলন

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি বাংলাদেশ দলের। আইসিসির ইভেন্ট থেকে ফেরার পর জাতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতি শিগগির আ.লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন: হাসনাত আবদুল্লাহ

দেশে প্রথমবারের মতো উন্মোচিত হলো ডটবাংলা ডোমেইনে ই-মেইল ব্যবহার

সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি ক্রোক

আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করলো মালদ্বীপ

সেবায় গতি আনতে ডাক বিভাগের পোস্টম্যানরা পেলেন ই-বাইক

বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে

ট্যাক্স জিডিপি’র অনুপাত বাড়াতে পারলে বিদেশি সহায়তা লাগবে না

পহেলা বৈশাখ বাংলা ভাষার বাঙালি জাতির চেতনার দিন

পিরোজপুরে কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চান মাঝি গ্রেপ্তার

টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হতে পারে

ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করলো মালদ্বীপ

বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা সেখ বশির উদ্দীন

শরীরের জন্য এক অনন্য উপকারী পানীয় আখের রস

‘মার্চ ফর গাজা’ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ ঘোষণা ‘বিটিএমএ’র

২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ: বিশেষ দূত আনিসুজ্জামান

মুজিব শতবর্ষে বিসিবি থেকে সরানো হয়েছে ১৯ কোটি

নির্বাচনের জন্য এক লাখ ৭০ হাজার রিম কাগজ লাগবে, ব্যয় ৩৬ কোটি

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ঘোষণা করলো সরকার