নাটোর আদালতের মালখানা থেকে চুরি হওয়া নগদ ৬১ লাখ ৫৯ হাজার ৩০০ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার এবং ৫৮ ভরি রুপা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সময় দায়িত্বে থাকা কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক ও কনস্টেবল মো. আশরাফুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হককে প্রধান করে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় আদালতের মালখানার জানালার গ্রিল কেটে চুরি হয়েছে। সেখান থেকে নগদ ৬১ লাখ ৫৯ হাজার ৩০০ টাকা, ১৪ ভরি স্বর্ণ ও ৫৮ কেজি রুপা চুরি হয়। এ ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, টাকাসহ মালামাল উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চারজনকে আদালতের নির্দেশে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. নজরুল ইসলাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। এসময় বিচারক মো. আল আমিন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
আমার বার্তা/এল/এমই