রাজধানী ঢাকায় পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশ মাছের অস্বাভাবিক দাম বাড়ার পর এখন কিছুটা কমেছে। বড় ইলিশের দাম কেজিতে প্রায় হাজার টাকা কমেছে। এরপরও ইলিশের এখন যে দাম, তাতে নিম্নআয়ের মানুষের পক্ষে পাতে তোলা দায়। কারণ, বাজারে এক কেজি সাইজের ইলিশের কেজি এখনো আড়াই হাজার টাকার ওপরে। ছোট ইলিশের দামও বেশ চড়া।
সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার চেয়ে কিছুটা বড় ইলিশের কেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকা। একদিন আগে এই ইলিশের কেজি ৩ হাজার থেকে ৩ হাজার ৪০০ টাকা ছিল।
এর চেয়ে ছোট ৬০০ থেকে ৮০০ গ্রাম সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা, একদিন আগে যা ছিল ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা। ৩০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, একদিন আগে যা ছিল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এর চেয়ে ছোট ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা।
ইলিশের এতো দাম হওয়ার কারণ জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, বৈশাখ উপলক্ষে ইলিশের বাড়তি চাহিদা থাকে। আবার বাজারে এখন ইলিশের সরবরাহও খুব কম। আমাদের ধারণা এ কারণে দাম বেশি। তবে এখন তো বাজারে কিছুটা ইলিশ পাওয়া যাচ্ছে। দুদিন পর থেকে বাজারে ইলিশ পাওয়া কঠিন হবে। তাই খুব সহসা ইলিশের দাম কমবে বলে মনে হয় না।
মালিবাগ থেকে শান্তিনগর বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা এক কেজি বা তার কিছুটা বড় সাইজের ইলিশ বিক্রি করছেন ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি। মাঝারি সাইজের ইলিশের কেজি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।
শান্তিনগরে সুবল নামের একজন ইলিশ বিক্রেতা বলেন, গতকালের তুলনায় আজ ইলিশের দাম অনেক কম। গতকাল যে ইলিশ ৩ হাজার ৪০০ টাকা কেজি বিক্রি হয়েছে, আজ তা ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশের কেজি গতকাল দুই হাজার টাকার ওপরে ছিল, আজ ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করছি।
তিনি বলেন, ইলিশের দাম কমলেও বিক্রি খুব একটা হচ্ছে না। এর একটা কারণ হতে পারে বৈশাখ উপলক্ষে যারা ইলিশ খাবেন, তারা আগেই ইলিশ কিনে ফেলেছেন। আরেকটা কারণ হতে পারে দাম কমা দেখে কেউ কেউ ভাবছেন সামনে দাম আরও কম। কিন্তু আমাদের ধারণা দাম আর খুব একটা কমবে না। কারণ আগামীকাল থেকে ইলিশ ধারায় নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞার সময় বাজারে তাজা মাছ পাওয়া কঠিন হবে।
এদিকে দাম কিছুটা কমলেও তা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা।ইলিশ কিনতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী মো. রশিদ বলেন, ইচ্ছা ছিল আজ ইলিশ ভাজা খাবো। গতকাল বাজারে এসে দেখি ইলিশের দামে আগুন। আজ কিছুটা দাম কমেছে, তারপরও দুই হাজার টাকার নিচে ভালো ইলিশ পাওয়া যাচ্ছে না। এতো দামে ইলিশ কিনে খাওয়া তো কঠিন। তাই ইলিশ না কিনেই ফিরে যাচ্ছি।
আমার বার্তা/এল/এমই