ই-পেপার মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বাজারে ইলিশের দাম কমলেও এখনো নাগালের বাইরে

আমার বার্তা অনলাইন:
১৪ এপ্রিল ২০২৫, ১৩:২৮

রাজধানী ঢাকায় পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশ মাছের অস্বাভাবিক দাম বাড়ার পর এখন কিছুটা কমেছে। বড় ইলিশের দাম কেজিতে প্রায় হাজার টাকা কমেছে। এরপরও ইলিশের এখন যে দাম, তাতে নিম্নআয়ের মানুষের পক্ষে পাতে তোলা দায়। কারণ, বাজারে এক কেজি সাইজের ইলিশের কেজি এখনো আড়াই হাজার টাকার ওপরে। ছোট ইলিশের দামও বেশ চড়া।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার চেয়ে কিছুটা বড় ইলিশের কেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকা। একদিন আগে এই ইলিশের কেজি ৩ হাজার থেকে ৩ হাজার ৪০০ টাকা ছিল।

এর চেয়ে ছোট ৬০০ থেকে ৮০০ গ্রাম সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা, একদিন আগে যা ছিল ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা। ৩০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, একদিন আগে যা ছিল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এর চেয়ে ছোট ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা।

ইলিশের এতো দাম হওয়ার কারণ জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, বৈশাখ উপলক্ষে ইলিশের বাড়তি চাহিদা থাকে। আবার বাজারে এখন ইলিশের সরবরাহও খুব কম। আমাদের ধারণা এ কারণে দাম বেশি। তবে এখন তো বাজারে কিছুটা ইলিশ পাওয়া যাচ্ছে। দুদিন পর থেকে বাজারে ইলিশ পাওয়া কঠিন হবে। তাই খুব সহসা ইলিশের দাম কমবে বলে মনে হয় না।

মালিবাগ থেকে শান্তিনগর বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা এক কেজি বা তার কিছুটা বড় সাইজের ইলিশ বিক্রি করছেন ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি। মাঝারি সাইজের ইলিশের কেজি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।

শান্তিনগরে সুবল নামের একজন ইলিশ বিক্রেতা বলেন, গতকালের তুলনায় আজ ইলিশের দাম অনেক কম। গতকাল যে ইলিশ ৩ হাজার ৪০০ টাকা কেজি বিক্রি হয়েছে, আজ তা ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশের কেজি গতকাল দুই হাজার টাকার ওপরে ছিল, আজ ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করছি।

তিনি বলেন, ইলিশের দাম কমলেও বিক্রি খুব একটা হচ্ছে না। এর একটা কারণ হতে পারে বৈশাখ উপলক্ষে যারা ইলিশ খাবেন, তারা আগেই ইলিশ কিনে ফেলেছেন। আরেকটা কারণ হতে পারে দাম কমা দেখে কেউ কেউ ভাবছেন সামনে দাম আরও কম। কিন্তু আমাদের ধারণা দাম আর খুব একটা কমবে না। কারণ আগামীকাল থেকে ইলিশ ধারায় নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞার সময় বাজারে তাজা মাছ পাওয়া কঠিন হবে।

এদিকে দাম কিছুটা কমলেও তা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা।ইলিশ কিনতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী মো. রশিদ বলেন, ইচ্ছা ছিল আজ ইলিশ ভাজা খাবো। গতকাল বাজারে এসে দেখি ইলিশের দামে আগুন। আজ কিছুটা দাম কমেছে, তারপরও দুই হাজার টাকার নিচে ভালো ইলিশ পাওয়া যাচ্ছে না। এতো দামে ইলিশ কিনে খাওয়া তো কঠিন। তাই ইলিশ না কিনেই ফিরে যাচ্ছি।

আমার বার্তা/এল/এমই

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ ঘোষণা ‘বিটিএমএ’র

ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা সুতা তুলনামূলক কম দামে আমদানি হতো। বর্তমানে বন্ধ করা হয়েছে।

দুই সপ্তাহের মধ্যে চালের দাম সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১৪ টাকা

দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ল। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ, এনবিআরের প্রজ্ঞাপন জারি

ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতি শিগগির আ.লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন: হাসনাত আবদুল্লাহ

দেশে প্রথমবারের মতো উন্মোচিত হলো ডটবাংলা ডোমেইনে ই-মেইল ব্যবহার

সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি ক্রোক

আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করলো মালদ্বীপ

সেবায় গতি আনতে ডাক বিভাগের পোস্টম্যানরা পেলেন ই-বাইক

বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে

ট্যাক্স জিডিপি’র অনুপাত বাড়াতে পারলে বিদেশি সহায়তা লাগবে না

পহেলা বৈশাখ বাংলা ভাষার বাঙালি জাতির চেতনার দিন

পিরোজপুরে কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চান মাঝি গ্রেপ্তার

টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হতে পারে

ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করলো মালদ্বীপ

বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা সেখ বশির উদ্দীন

শরীরের জন্য এক অনন্য উপকারী পানীয় আখের রস

‘মার্চ ফর গাজা’ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ ঘোষণা ‘বিটিএমএ’র

২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ: বিশেষ দূত আনিসুজ্জামান

মুজিব শতবর্ষে বিসিবি থেকে সরানো হয়েছে ১৯ কোটি

নির্বাচনের জন্য এক লাখ ৭০ হাজার রিম কাগজ লাগবে, ব্যয় ৩৬ কোটি

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ঘোষণা করলো সরকার